কর্নেল অলির উপর হামলা

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে চান্দিনায় ড. রেদওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের ২ নম্বর ক্যাম্পাস উদ্বোধন করতে যাওয়ার পথে চান্দিনা কলেজ রোডে এ ঘটনা ঘটে। হামলায় তার গাড়ির গ্লাস ভেঙে যায়।

এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতারা হঠাৎই হামলা চালায় আমাদের উপর। তারা গাড়ি ভাংচুর করে। তবে অলি আহমদ অক্ষত রয়েছেন। ২০ থেকে ২৫ জনের একটি দল 'জয় বাংলা' স্লোগান দিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। তারা হঠাৎ করে অলি আহমেদের গাড়িতে হামলা চালায়।

অলি আহমেদ বলেন, পুলিশের সামনেই হামলার ঘটনা ঘটেছে। আমি একজন মুক্তিযোদ্ধা। আমার গাড়িতে আক্রমণ হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশের ক্ষমতায়। এখন দেখি, তিনি কী ভূমিকা রাখেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল জানান, হামলার খবর পেয়েছি। তবে কারা হামলা চালিয়েছে তা নিয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ