‘রাজপথের আন্দোলনে’ একমত বিএনপি-বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
‘রাজপথের আন্দোলনে’ একমত বিএনপি-বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

সংগৃহীত ছবি

‘রাজপথের আন্দোলনে’ একমত বিএনপি-বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে রাজপথে যুগপৎ আন্দোলনের কোন বিকল্প নেই, এই বিষয়ে একমত হয়েছে বিএনপি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সমসাময়িক রাজনৈতিক সংকট ও অস্থিরতা দূর করত বিএনপি ছোট রাজনৈতিক দলগুলোর সঙ্গে আন্দোলনসহ নানা বিষয়ে সংলাপ করছে। এরই অংশ হিসেবে আজ বুধবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপ করে বিএনপি, সেখানেই এমন সিদ্ধান্ত হয়।  

সংলাপের পর যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আন্দোলনের বিষয়ে একমত হওয়ার কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

 

মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের সিদ্ধান্ত হয়েছে যে, এখন আমরা যারা একমত হচ্ছি তারা যৌথভাবেই আন্দোলন শুরু করব এবং নিজের নিজের জায়গা থেকে আন্দোলন শুরু করব। আন্দোলন যুগপৎ হবে এবং আন্দোলনের মধ্য দিয়েই ধারা নির্ধারিত হবে যে শেষ পর্যন্ত সেটা কীভাবে রূপ নিচ্ছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমি বিশ্বাস করি, আমরা রাজনৈতিকদলগুলো এক জোট হয়ে কাজ করলে অবশ্যই এই দুঃশাসনকে পরাজিত করে জনগণের বিজয় অর্জন করতে সক্ষম হব। মানুষ দেখতে চায় যে, আজকে বিরোধী রাজনৈতিক দলগুলো রাজপথে ঐক্যবদ্ধ আছে।

এই দুঃশাসন থেকে রেহাই পাওয়ার জন্য বিরোধী দলগুলোকে জনগণের পক্ষে একটা কার্যকর-সমন্বিতভাবে যুগপৎ ধারায় মাঠের একটা কার্যকর ঐক্য দেখতে চায়। আজকে আলোচনায় বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এই যুগপৎ ধারায় আন্দোলনের ব্যাপারে আমাদের মধ্যে মতৈক্য প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে এটাকে আমরা আরও জোরদার করব এবং আন্দোলনের কাজটাকে আমরা আরও সমন্বিত করব।

সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে উল্লেখ করে বাম ঘরানার এই নেতা বলেন, আমরা মনে করি, আন্দোলনের মধ্য দিয়ে গণ-আন্দোলন ও গণসংগ্রামের মধ্য দিয়ে এই সরকারকে যদি পদত্যাগে বাধ্য করা না যায় মানুষের ভোটের অধিকার বলি, গণতান্ত্রিক অধিকার বলি, অথবা একটা তদারকির সরকার, অবাধ গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন অথবা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ কোনোটাই বাংলাদেশে নিশ্চিত করা যাবে না। সেই কারণের জন্য আমরা আলাপ-আলোচনা করে আন্দোলনে ঐকমত্য হয়েছি। দেশবাসীকে আমরা আহ্বান জানাতে চাই, আজকে বিরোধী দলগুলো যে উদ্যোগ নিয়েছে মানুষ তার নিজ নিজ জায়গা থেকে এই উদ্যোগের পাশে দাঁড়াবেন এবং তারা আন্দোলনের সাথী হবেন।  

বিএনপি-বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জোটবদ্ধ হয়ে আন্দোলন করবে না, তবে একই লক্ষ্য অর্জনে দুই দলের কর্মসূচি আলাদাভাবে পালন করলেও তাতে সমন্বয় থাকবে বলে জানান দুই দলের নেতারা।  

সংলাপে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন দলটির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছান আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, মাহমুদ হোসেন ও এ্যাপেলো জামালী।  

গত ২৪ মে বিএনপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে আন্দোলনের ঐক্য গড়ে এই সংলাপের সিদ্ধান্ত নেয়। ওই দিন তারা নাগরিক ঐক্যের সঙ্গে এবং ২৭ মে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশের লেবার পার্টির সঙ্গে সংলাপ করেছে বিএনপি। গতকাল গণসংহতি আন্দোলনের সঙ্গে সংলাপ করে তারা।

news24bd.tv/আলী