নতুন কোনো রোহিঙ্গাকে আমরা দেশে ঢুকতে দেবো না : পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

নতুন কোনো রোহিঙ্গাকে আমরা দেশে ঢুকতে দেবো না : পররাষ্ট্রমন্ত্রী

প্রমা চৌধুরী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমার সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত হয়েছে নতুন কোনো রোহিঙ্গাকে আমরা দেশে ঢুকতে দেবো না। বর্ডারেও এই বিষয়ে জানানো হয়েছে।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ৭৭তম অধিবেশন নিয়ে প্রেস ব্রিফিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার বাংলাদেশের দিকে নতুন করে আর কোনো লোক পাঠাবেন না এবং আন্তর্জাতিক সমন্বয়ে রোহিঙ্গাদের নিজ দেশে পাঠানোর জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি জানান, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন শুরু হতে যাচ্ছে। এ অধিবেশনে যোগদানের জন্য আগামী ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল নিউইয়র্কে পৌঁছাবে। নিউইয়র্ক ভ্রমণের আগে প্রধানমন্ত্রী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর যুক্তরাজ্য ভ্রমণ করবেন। নিউইয়র্কের সফর শেষে তিনি ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে অবস্থান করবেন।

news24bd.tv/রিমু