কবরস্থানে রক্তমাখা নবজাতকের কান্না

কবরস্থানে রক্তমাখা নবজাতকের কান্না

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ শহরতলির ইব্রাহিমপুর গ্রামের কবরস্থানে এক নবজাতক শিশুর সন্ধান মিলেছে। শিশুটির শরীর ছিল রক্তে মাখা। এমনকি নাড়িও কাটা হয়নি। শিশুটির কান্না শুনে এগিয়ে আসে গ্রামের লোকজন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় এমন ঘটনা ঘটে।

কবরস্তানের পাশের বাসিন্দা তাছলিমা আক্তার জানান, অনেক রাতে হঠাৎ করে নবজাতকের কান্না কানে আসছিল। তারা এগিয়ে গিয়ে দেখলেন শরীরে রক্ত। নাড়িও কাটা হয়নি; নবজাতক কাঁদছে।

গ্রামের লোকজন জড়ো হলো। সকলে শিশুটিকে গোসল করিয়ে পুলিশ ও সাংবাদিকদের জানান। পরে নবজাতককে হাসপাতালে নিয়ে আসা হয়।

গ্রামের বয়স্ক নারী রাশেদা বেগম পাঁচ সন্তানের জননী; তিনি বললেন, কেউ না নিলে আমি শিশুটি নেব, আমার পাঁচ সন্তানের সঙ্গে আরেক সন্তান বড় হবে।

স্থানীয় বাসিন্দা নিজামুল হকও সহমর্মিতা জানিয়ে বললেন, আমরা নবজাতককে বাঁচিয়ে রাখতে চাই।

স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন ঘটনার বিবরণ দিয়ে বললেন, এই নবজাতক প্রয়োজেনে তার এবং তার স্ত্রীর পরিচয়ে বড় হবে। যা যা প্রয়োজন সবই করবেন তারা। রাতে হাসপাতালে ভর্তি হওয়া একজন দুধ মা’কে দিয়ে বাচ্চাটিকে মায়ের দুধ খাওয়ানোর বিষয়টিও জানালেন তিনি।

সদর থানার এএসআই সোহেল আহমদ বলেন, খবর পেয়ে নবজাতককে বাঁচাতে হাসপাতালে নিয়ে আসাসহ প্রয়োজনীয় সব কিছু করা হয়। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতনদের জানানো হয়েছে। পরে শিশুটি কোথায় থাকবে, ঊর্ধ্বতনরাই সিদ্ধান্ত জানাবেন।

এদিকে শিশুটি সুস্থ্য রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের মা ও শিশু ওয়ার্ডের দায়িত্ব পালনকারী স্মৃতি আক্তার।

news24bd.tv তৌহিদ