সুস্থ হয়েও তারা মানসিক হাসপাতালে!

সংগৃহীত ছবি

সুস্থ হয়েও তারা মানসিক হাসপাতালে!

ডেস্ক রিপোর্ট

চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হলেও বাড়ি ফিরতে পারেনি এমন ২০ জন বছরের পর বছর ধরে পাবনার মানসিক হাসপাতালে পড়ে আছেন। ভুল ঠিকানায় ভর্তি করার পর এসব রোগীদের আর খোঁজ রাখেনি পরিবার। ফলে কোথাও যাওয়ার জায়গা না থাকায় তারা হাসপাতালেই রয়ে গেছেন।  

স্বাভাবিক জীবনে ফিরে এলেও অনেকটা বন্দি জীবন কাটাতে হচ্ছে এসব নারী-পুরুষদের।

কোথাও যাওয়ার সুযোগ নেই। অনেকেই বয়সের ভারে নুয়ে পড়েছেন। শেষ জীবনে পরিবারের সদস্যদের ছাড়াই একাকিত্ব জীবন তাদের কাছে দুর্বিসহ হয়ে উঠছে। এদের একজন নাজমা নিলুফার।
মানসিক সমস্যার চিকিৎসার জন্য স্বজনরা ১৯৮৯ সালে এই হাসপাতালে ভর্তি করেন তাকে।

ভর্তির সময় নিলুফারের বয়স ছিলো ২৮ বছর; এখন চলছে ৫৯। পাবনা মানসিক হাসপাতালের মেডিকেল বোর্ডের সুপারিশে নিলুফার অনেক আগেই ছাড়পত্রের জন্য উপযুক্ত ঘোষিত হয়েছেন। স্বজনরা কেউ না আসায় তিনি এখনো হাসপাতালেই চার দেয়ালে বন্দি।

একই পরিণটি অন্তত ২০ জনের। চিকিৎসা সেরে ওঠার পর তারা যখন বুঝতে পারছে যে পরিবার তাদের নিতে চাচ্ছে না, খোঁজ নিচ্ছে না, তখন হতাশ হয়ে পড়েছেন তারা।

পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডাঃ সাখকাত ওয়াহিদ জানান, 'তবে এখন এমন পরিস্থিতি এড়াতে রোগী এবং রোগীর স্বজনদের জাতীয় পরিচয়পত্র ছাড়া ভর্তি নেয়া হচ্ছে না। '

news24bd.tv/রিমু