নানরাও পর্ন দেখে: পোপ ফ্রান্সিস

পোপ ফ্রান্সিস (ছবি: গেটি ইমেজ)

নানরাও পর্ন দেখে: পোপ ফ্রান্সিস

অনলাইন ডেস্ক

ধর্মের জন্য ভোগ বিলাসের জীবন ত্যাগ করে নান (সন্ন্যাস) জীবন বেছে নেয় খ্রিস্টান ধর্মালম্বীর নারীরা। তবে তারাও পর্ন মুভি দেখে। এর ফলে যাজকদের হৃদয় দুর্বল হয়ে পড়ে। এমনটাই দাবি করেছেন ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস।

খবর বিবিসির।

প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, অনলাইনে পর্নোগ্রাফি দেখার বিপদ সম্পর্কে যাজক ও নানদের সতর্ক করে পোপ ফ্রান্সিস বলেছেন, ‘এটি হৃদয়কে দুর্বল করে তোলে। ’

ভ্যাটিকান সিটিতে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ার সর্বোত্তম ব্যবহার নিয়ে হওয়া এক সম্মেলনে এসব কথা বলেন ৮৬ বছর বয়সী পোপ।

তিনি বলেন, ‘পর্নোগ্রাফি একটি পাপ, যা অনেকের মধ্যেই আছে... এমনকি পুরোহিত ও নানদের মাঝেও।

সেখান থেকেই আমাদের মাঝে শয়তান প্রবেশ করে। ’

‘সোশ্যাল মিডিয়ায় সময় দেওয়া যাবে। তবে অতিরিক্ত সময় অপচয় করা যাবে না। পবিত্র হৃদয়ের মানুষের ডাকে সাড়া দেন যীশু। তবে পর্নোগ্রাফিক তথ্য থাকা হৃদয়ের ডাকে সাড়া দেন না,’ যোগ করেন তিনি।

নানদের মোবাইল ফোন থেকে পর্ন মুভি মুছে ফেলার পরামর্শ দেন পোপ ফ্রান্সিস।

news24bd.tv/মামুন