অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্য কিউ সিস্টেম পরীক্ষা শুরু করেছে ইউটিউব। ফিচারটি কয়েক বছর হলো ওয়েবে চালু থাকলেও এই দুটো আইওএসের জন্য কেবল পরীক্ষা শুরু করলো বলে জানায় সংবাদ মাধ্যম ভার্জ।
পরীক্ষামূলক ফিচারটি আপাতত যাদের কাছে এসেছে, তারা একে চালু করে নিতে পারেন। এটি চালু করলে ‘প্লে লাস্ট ইন কিউ’ নামে নতুন একটি বাটন পাবে।
অ্যান্ড্রয়েড পুলিশ এবং নাইনটুফাইভ গুগলের বরাতে ফিচারটি মাসের শুরু থেকেই চালু হয়ে গেছে। কোনও প্রিমিয়াম ব্যবহারকারী যদি ফিচারটি না পেয়ে থাকেন, তাহলে তিনি সেটাকে ম্যানুয়ালি চালু করে নিতে পারবেন। এটি চালু করার জন্য প্রোফাইল ছবি থেকে সেটিংস এ যেতে হবে। এর পর ট্রাই নিউ ফিচারস থেকে স্ক্রল করে ‘কিউ’ নির্বাচন করে ট্রাই আউট বাটনে ট্যাপ করতে হবে।
ভার্জ জানায়, এটি পরীক্ষামূলক। এর অর্থ এই নয় যে, প্রিমিয়াম ব্যবহারকারী ছাড়া অন্যরা এটাকে ব্যবহার করতে পারবে। যেমন আইওএসের জন্য পিকচার-ইন-পিকচার ফিচারটি উন্মোচিত হওয়ার আগেই সেটি বাতিল হয়ে যায়। আবার কিউ ফিচারটিও এখনও পর্যন্ত সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। প্রায়ই গান যুক্ত করা যাচ্ছে না বলে জানায় সংবাদ মাধ্যম ভার্জ।