মগজখেকো পরজীবীতে প্রথম মৃত্যু দ.কোরিয়ায়

সংগৃহীত ছবি

মগজখেকো পরজীবীতে প্রথম মৃত্যু দ.কোরিয়ায়

অনলাইন ডেস্ক

নেগেলেরিয়া ফাউলেরির সংক্রমণে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। সোমবার দেশটির ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি (কেডিসিএ) ৫০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যুর খবর জানায়। মগজখেকো এই অ্যামিবা নিঃশ্বাসের মাধ্যমে মানুষের মস্তিষ্কে প্রবেশ করে ধ্বংস করে দেয়।  

কোরিয়ায় নিহত ওই ব্যক্তি চার মাস থাইল্যান্ড থাকার পর সম্প্রতি দেশে ফিরেছিলেন।

এর পরদিনই অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাকে বাঁচানো যায়নি।  পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর চিকিৎসকরা নিশ্চিত হন নিহতের শরীরে মগজখেকো অ্যামিবা সংক্রমণ হয়েছে।  

মূলত নেগেলেরিয়া ফাউলেরি হলো একটি অ্যামিবা যা সাধারণত সারা পৃথিবীতে উষ্ণ মিঠা পানির হ্রদ, নদী, খাল এবং পুকুরে পাওয়া যায়।

এই অ্যামিবা সাধারণত নাক দিয়ে শ্বাস নেওয়ার সময় শরীরে প্রবেশ করে এবং মস্তিষ্কের টিস্যু ধ্বংস করতে মগজে চলে যায়।

এই পরজীবীর সংক্রমণে মাথাব্যথা, জ্বর, বমি বমি ভাব বা বমি, খিঁচুনি হয়। রোগী সাধারণত কোমায় চলে যায় এবং এক পর্যায়ে রোগীর মৃত্যু হয়। এই রোগে মৃত্যুর হার অত্যন্ত বেশি কারণ এর কোনো নির্দিষ্ট প্রতিকার নেই। এছাড়া অত্যন্ত বিরল রোগ হওয়ায় রোগ সনাক্ত করাও অনেক কঠিন।  

১৯৩৭ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এই সংক্রমণের বিষয়ে রিপোর্ট করা হয়েছিল এবং দক্ষিণ কোরিয়ায় নেগেলেরিয়া ফাউলেরিতে সংক্রমণের এটিই প্রথম কোনও ঘটনা।

সূত্র: আরটি।  

news24bd.tv/আজিজ