এবার ফিলিস্তিনি পতাকা নিষিদ্ধ করলো ইসরায়েল

সংগৃহীত ছবি

এবার ফিলিস্তিনি পতাকা নিষিদ্ধ করলো ইসরায়েল

অনলাইন ডেস্ক

জনসমাগমস্থলে ফিলিস্তিনি পতাকা ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির। তার মতে, ফিলিস্তিনি পতাকা ‘সন্ত্রাসবাদকে উৎসাহিত’ করে। জনসমাগমস্থল থেকে সমস্ত ফিলিস্তিনি পতাকা সরিয়ে নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন উগ্র-ডানপন্থী এই আইনপ্রনেতা। এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম দ্যা জেরুজালেম পোস্ট।

রোববার রাতে বেন গাভির বলেন, ‘আইনভঙ্গকারীরা সন্ত্রাসী পতাকা উড়িয়ে সন্ত্রাসবাদকে উসকে দেবে, এটা মেনে নেওয়া যায় না।  আমি নির্দেশ দিয়েছি সন্ত্রাসবাদী সব পতাকা সরিয়ে ফেলতে, ইসরায়েলের বিরুদ্ধে উসকানি বন্ধে নির্দেশ দিয়েছি। ’

মতপ্রকাশের স্বাধীনতা মানে এই নয় যে, নিজেকে একজন সন্ত্রাসী পরিচয় দেবেন। বেন গাভির পুলিশ কমিশনার কবি সাবতাইকে নির্দেশ দিয়েছেন, তিনি যেন ‘সন্ত্রাসকে উসকে দেওয়া এই পতাকা’ সরিয়ে ফেলে।

রোববার ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালকির ভ্রমন ভিসা বাতিল করে ইসরায়েল। ভ্রমণ অনুমতির ফলে সহজে দেশের বাইরে যেতে পারতেন ফিলিস্তিনের সরকারি ব্যক্তিবর্গ। তবে সে সুযোগ নেই সাধারণ ফিলিস্তিনিদের।  

news24bd.tv/আজিজ