মাঝ আকাশে বিমানে আগুন, জরুরি অবতরণ

সংগৃহীত ছবি

মাঝ আকাশে বিমানে আগুন, জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক

আবুধাবি থেকে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে বিমানটিকে নিরাপদে জরুরি অবতরণে সক্ষম হয়েছেন পাইলট। আবুধাবির এভিয়েশন রেগুলেটরির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম উইয়ো নিউজ।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার আবুধাবি বিমান বন্দর থেকে ১৮৪ জন আরোহী নিয়ে ভারতের কেরালা রাজ্যের ক্যালিকাটের উদ্দেশ্যে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান।

উড্ডয়নের পর ১ হাজার ফুট উচ্চতায় বিমানের একটি ইঞ্জিনে আগুন দেখতে পান পাইলট। পরে বিমান ঘুরিয়ে আবার আবুধাবি বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি।  

এর আগে, ২৩ জানুয়ারি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান উড্ডয়নের ৪৫ মিনিট পরে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পরে সেই ফ্লাইটটিও জরুরি অবতরণ করতে সক্ষম হয়।

 

news24bd/আজিজ