ন্যাটো দেশের বিপদে এগিয়ে এলেন পুতিন
ন্যাটো দেশের বিপদে এগিয়ে এলেন পুতিন

সংগৃহীত ছবি

ন্যাটো দেশের বিপদে এগিয়ে এলেন পুতিন

অনলাইন ডেস্ক

তুরস্ক ন্যাটোভুক্ত দেশ হওয়ার পরও সাম্প্রতিক সময়ে রাশিয়ার সঙ্গে দেশটির সম্পর্ক বেশ উষ্ণই বলা চলে। তাই তো ন্যাটোর সঙ্গে বিরোধ চলাকালেও তুরস্কের বিপদে ঠিকই এগিয়ে এসেছে রাশিয়া।   রাশিয়ার জরুরি মন্ত্রণালয় থেকে সোমবার (৬ ফেব্রুয়ারি) জানানো হয়েছে, এরই মধ্যে ১০০ জনের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী দলকে চারটি বিমানে করে ভূমিকম্পবিধ্বস্ত অঞ্চলে পাঠানো হয়েছে। তুরস্কের পাশাপাশি রুশ উদ্ধারকারীরা সিরিয়ার ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলেও উদ্ধার তৎপরতা চালাবে।

এদের মধ্যে ৪০ জন মেডিকেল এক্সপার্ট ও উদ্ধারকাজে পারদর্শী সাতটি কুকুরও রয়েছে। খবর রাশিয়া টুডে

জরুরি মন্ত্রণালয়ের মুখপাত্র রোমান অখোতেনকো জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি নির্দেশেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও তার প্রতিবেশী উত্তর-পশ্চিম সিরিয়ায় হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা।

দেশ দুটিতে এরই মধ্যে মৃত্যু ৫ হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তূপে আটকে নিখোঁজ রয়েছেন বহু মানুষ।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) কর্মকর্তা ওরহান তাতার জানান, দেশটিতে এখন পর্যন্ত ৩ হাজার ৩৮১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তুরস্কে অন্তত ৫ হাজার ৭৭৫টি ভবন ধসে পড়েছে। আর আহতের সংখ্যা ২০ হাজার ৪২৬-এ দাঁড়িয়েছে। এ সংখ্যা যত সময় গড়াচ্ছে, তত বাড়ছে বলে জানান তিনি।

আরও পড়ুন : লাশের স্তূপ, কাঁদার লোকও নেই অনেক পরিবারে!

হতাহতদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে হিমশীতল আবহাওয়ায় উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। স্বাভাবিকভাবেই মৃতের সংখ্যা আরও বাড়বে। তাপমাত্রা রাতারাতি হিমাঙ্কের কাছাকাছি নেমে যাওয়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বা গৃহহীন হয়ে পড়া মানুষের অবস্থা আরও খারাপ হয়েছে।

 আরও পড়ুন: তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প হবে, ৩ দিন আগেই জানিয়েছিলেন গবেষক

তুরস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর সিরিয়ার বেশিরভাগ অংশজুড়ে উদ্ধার অভিযান চলছে। বেশ কয়েক হাজার উদ্ধারকর্মী কাজ করছেন। সেই সঙ্গে উদ্ধারকাজে যোগ দিতে বিভিন্ন দেশ উদ্ধারকর্মী পাঠানোর ঘোষণা করেছে।

আরও পড়ুন: আবারও ভূমিকম্পে কাঁপলো তুরস্ক

বিদ্রোহীদের নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে দামেস্ক সরকার এবং উদ্ধারকর্মীদের পরিসংখ্যান অনুসারে, সিরিয়ায় কমপক্ষে ১ হাজার ৫০৯ জন নিহত এবং ৪ হাজারের মতো আহত হয়েছেন। তুরস্ক আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানানোর পর যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াসহ অনেক দেশ সাহায্য পাঠাতে শুরু করেছে।

news24bd.tv/আলী