পোল্যান্ডকে হারিয়ে মেসির দেশের অপেক্ষায় বাংলাদেশ

সংগৃহীত ছবি

পোল্যান্ডকে হারিয়ে মেসির দেশের অপেক্ষায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক

জয় দিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি শুরু করেছে বাংলাদেশ। পল্টন ভলিবল স্টেডিয়ামে আজ সোমবার আসরের উদ্বোধনী ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ৫০-২২ পয়েন্টে জয় নিয়ে ম্যাট ছাড়েন লাল-সবুজের প্রতিনিধিরা।

হ্যাটট্রিক শিরোপার মিশনে নামা বাংলাদেশ অবশ্য খেলার প্রথমার্ধে ১৪-১১ পয়েন্টে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। কিন্তু অধিনায়ক তুহিন তরফদার ও অন্য রেইডারদের দক্ষতায় পরে ঘুরে দাঁড়ায় স্বাগতিকেরা।

ম্যাচের সেরা খেলোয়াড় বাংলাদেশের অধিনায়ক তুহিন তরফদার।

পোল্যান্ডকে হারিয়ে জয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশ অধিনায়ক। তুহিন ম্যাচের পর বলেন, ‘ভেবেছিলাম প্রথম ম্যাচটা সহজ হবে। কিন্তু পোল্যান্ড একসময় এগিয়ে যায়।

আসলে পোল্যান্ড আমাদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত আমরা ম্যাচ বের করে এনেছি। এখন সামনে এগিয়ে যাওয়ার পালা আমাদের। ’

প্রথম ম্যাচের ভুলত্রুটি শুধরে এখন সামনের দিকে নজর তুহিনের, ‘এখানে আসার আগে পোল্যান্ড অনেক অনুশীলন করেছে। ওরা তাই আমাদের ধারণার চেয়ে তুলনামূলকভাবে অনেক ভালো খেলেছে। তা ছাড়া আমাদের দলে ছয়জনের নতুন অভিষেক হয়েছে। তরুণ খেলোয়াড়েরা কিছু ভুলও করে প্রথম দিকে। তাই পিছিয়ে পড়েছিলাম। পরে তাদের নির্ভয়ে খেলতে বলার পর সাহস বেড়েছে। ’

আগামীকাল বাংলাদেশ খেলবে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার বিপক্ষে। এই ম্যাচেও জয় নিয়ে আশাবাদী তুহিন, ‘এর আগে বিশ্বকাপে একবার আর্জেন্টিনার বিপক্ষে আমরা ৮০-৮ পয়েন্টে জিতেছিলাম। আমার মনে হয়, সেই দল এখন নেই ওদের। তারপরও তাদের হারাতে চাই আমরা। ’

news24bd.tv/SHS