সৌদি আরবের আসির প্রদেশে গতকাল সোমবার ওমরাহ যাত্রী বহনকারী একটি বাস উল্টে আগুন ধরে গেলে কমপক্ষে ২০ জন নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন আরও ২৯ জন। আজ মঙ্গলবার (২৮ মার্চ) সৌদির বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে, নিহত সেই ২০ জনের মধ্যে ৮ জনই বাংলাদেশি।
মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিহত সেই বাংলাদেশিদের নাম পরিচয় জানিয়েছে সৌদির বাংলাদেশি দূতাবাস।
গালফ নিউজের খবরে বলা হয়, গাড়ির ব্রেক কাজ না করায় একটি সেতুর ওপর উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়। আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। যেটা জেদ্দা থেকে ১২০ কিলোমিটার দূরে।
আরও পড়ুন: সৌদি আরবে বাস দুর্ঘটনা: নিহত ২০ জনের ৮ জনই বাংলাদেশি
খবর পেয়ে সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায় এবং দুর্ঘটনাস্থলে সাধারণের প্রবেশ বন্ধ করে দেয়। হতাহতদের নিকটস্থ হাসপাতালগুলোতে পাঠানো হয়।
এদিকে, আসির প্রদেশের ঘটনাটি ইসলামের পবিত্রতম শহর মক্কা ও মদিনায় নিরাপদে যাওয়ার বিষয়টিকে কার্যত চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। রমজানে বহু মানুষ ওমরাহ করতে মক্কায় যাচ্ছেন এবং হজের আর মাত্র কয়েক মাস বাকি, এমন সময়ে এ ঘটনা ঘটল।