৩ উপায়ে রান্নাঘরের তেলাপোকা, পোকামাকড় দূর করুন

প্রতীকী ছবি

৩ উপায়ে রান্নাঘরের তেলাপোকা, পোকামাকড় দূর করুন

অনলাইন ডেস্ক

 ঝুড়িতে রাখা আলু, প্যাকেটে রাখা পাউরুটি- সবই অর্ধেকটা করে খেয়ে রেখে দিচ্ছে তেলাপোকা। লক্ষ্মণরেখা টেনেও কোনও লাভ হচ্ছে না। নিম্নের ৩ উপায়ে রান্নাঘরের তেলাপোকা, পোকামাকড় দূর করুন- 

১) পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে

হেঁশেল থেকে তেলাপোকা এবং বিভিন্ন পোকামাকড়ের অত্যাচার প্রতিরোধ করতে গেলে প্রথমেই পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। খাবারের উচ্ছিষ্ট, খাবার-সহ প্যাকেটের মুখ খুলে রেখে দেওয়া, খাবার নিতে গিয়ে মেঝেতে ছড়িয়ে রেখে দিলে কিন্তু তেলাপোকা আটকানো যাবে না।

২) ঢোকার মুখ বন্ধ করতে হবে

যে যে জায়গা দিয়ে পোকামাকড় ঢুকতে পারে, সেই সমস্ত প্রবেশপথ বন্ধ করে দিতে হবে। নিয়মিত পরিষ্কার রাখতে হবে রান্নাঘরের সঙ্গে যুক্ত সমস্ত নালিমুখ।

৩) প্রাকৃতিক রেপেলেন্টস

তেলাপোকা উপদ্রব কমাতে প্রাকৃতিক রেপেলেন্ট ব্যবহার করতে পারেন। পানির সঙ্গে পিপারমেন্ট অয়েল মিশিয়ে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন স্প্রে।

রান্নাঘরের প্রতিটি কোণে ছড়িয়ে রাখলে এই তেলের গন্ধে তেলাপোকা ধারেকাছে আসতে সাহস পাবে না।  

news24bd.tv/TR 
 

এই রকম আরও টপিক