সিরিজ জিতলে বড় বোনাস: পাপন 

সংগৃহীত ছবি

সিরিজ জিতলে বড় বোনাস: পাপন 

অনলাইন ডেস্ক

সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ঢাকা টেস্ট ড্র করলেই সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ। তার আগে সোমবার রাতে ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে টিম হোটেলে গিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এমনিতে তিনি প্রতি সিরিজেই নিয়মিত ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন। এদিন হোটেল থেকে বের হওয়ার পর ক্রিকেটাররা তার কাছে বোনাস চেয়েছেন কি না এমন প্রশ্ন করা হয়।

উত্তরে পাপন বলেন, ‘বোনাসের কথা বলে নাই, ওরা শুনতে চেয়েছিল। একদম আসার সময় একজন বলেছিল, আমি বলেছি ওটা তো সিরিজ জিতলে পাবে। সিরিজ জিতলে অনেক বড় অঙ্কের অর্থ পাবে, এটাতে কোনো সন্দেহ নাই। ’ 

‘এখানে সিরিজটা প্রথম ম্যাচ সিলেটে হয়েছে যেখানের উইকেটটা ভালো ছিল।

এখানে আমাদের কিউরেটরের দায়িত্বে কে ছিল আপনারা জানেন, দুনিয়ার অন্যতম সেরা সে। ওখানে ব্যাটারদের জন্য ছিল, স্পিনারদের জন্য ছিল, পেসারদের জন্যও ছিল, বাউন্সও ছিল, সবেই ছিল। এরকম সাধারণত আমরা দেখি নাই। এর আগে কিন্তু এরকম উইকেট দেখিনি, এটা স্বীকার করতেই হবে। ’

দ্বিতীয় টেস্টটি মিরপুরে হওয়াতে বেশি আশাবাদী পাপন। তিনি বলেন, ‘পরেরটা (ম্যাচ) হচ্ছে মিরপুর। মিরপুরের উইকেটের মতো আনপ্রেডিক্টেবল উইকেট তো আর নাই। তো স্বাভাবিকভাবেই দুটো অপশন সিরিজ জেতার জন্য, একটা হচ্ছে খেলে জেতা আরেকটা হচ্ছে ড্র। ওটাই বললাম এখানে মিরপুরে ড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। ’

সিলেট টেস্ট ১৫০ রানে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। আজ মঙ্গলবার মিরপুরে শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট ড্র করলেই প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে সিরিজ জয়ের গৌরব অর্জন করবে বাংলাদেশ।

news24bd.tv/TR