চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের অভিযান অব্যাহত

সংগৃহীত ছবি

চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

চালের বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রেখেছে খাদ্য মন্ত্রণালয়। মঙ্গলবারও(২৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।

এদিন মন্ত্রণালয়ের উপসচিব ড. জয়নাল আবেদিনের নেতৃত্বে মোহাম্মদপুর কৃষি মার্কেটের বেশ কয়েকটি চালের আড়তে অভিযান চালানো হয়৷  এ সময় আড়তদাররা অভিযোগ করেন, মিলার ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোই কারসাজি করে চালের দাম বস্তাপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা করে বাড়িয়েছে।

অভিযান চলাকালে কোনো আড়তকেই জরিমানা করা হয়নি।

তবে নিয়মিত অভিযানের কারণে চালের দাম অনেকটাই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন উপসচিব জয়নাল আবেদিন।

news24bd.tv/ab