বাংলাদেশের কাছে বিমান বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্র

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বাংলাদেশের কাছে বিমান বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

এয়ারবাসের মত বোয়িংসহ যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে বিমান বিক্রি করতে চায় বলে জানালেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ক্রয়ের প্রতিযোগিতায় স্বচ্ছতা চায় বাংলাদেশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খানের সঙ্গে সাক্ষাতকালে এসব জানান পিটার হাস। সাক্ষাত শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন বিমান মন্ত্রী।

আরও পড়ুন: কারো সঙ্গে আমরা যুদ্ধে জড়াতে চাই না : কাদের

মতের অমিল থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে এসময় বিভিন্ন খাতে একসাথে কাজ করার ঘোষণা দেন বিমানমন্ত্রী ফারুক খান। তিনি বলেন, সিভিল এভিয়েশনের উন্নয়ন নিয়ে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এছাড়া, যুক্তরাষ্ট্রে সরাসরি ফ্লাইটের বিষয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে আলোচনা করতে সেখান থেকে একটি প্রতিনিধি দল আসবে এ বছরেই।

news24bd.tv/FA