আদালতে ক্ষমা চাইলেন ভিপি নুর

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।

আদালতে ক্ষমা চাইলেন ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক

আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন গণঅধিকার পরিষদ একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে হলফনামা আকারে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন তিনি।

তবে আদালত বলেছেন, ক্ষমার আবেদনে ভবিষ্যতে অবমাননাকর বক্তব্য না দেওয়ার কথা আসেনি। এ সময় নুরের আইনজীবী নতুন করে আরেকটি আবেদন দেওয়ার সময় চান।

হাইকোর্ট সময় দিয়ে পরবর্তী আদেশের জন্য ৬ মার্চ দিন ধার্য করেন।

আরও পড়ুন: পেট্রোবাংলার হর্তাকর্তাদের প্রতি জ্বালানী প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি

গত বছরের ৭ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এক সমাবেশে আদালত ও বিচারকদের বিরুদ্ধে নুরুল হক নুর আপত্তিকর বক্তব্য দেন। এ বিষয়ে যুগান্তর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি আদালতের নজরে আসে। পরে ১৭ ডিসেম্বর নুরকে তলব করেন হাইকোর্ট।

একইসঙ্গে তার বিরুদ্ধে আদালত অবমাননার রুলও জারি করেন আদালত।

সেই তলবে গত ১৭ জানুয়ারি আদালতে হাজির হন নুর। সেদিন ব্যাখ্যা দিতে আইনজীবীর মাধ্যমে ১ মাস সময় চান তিনি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দ্বিতীয় দফা আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন তিনি।

news24bd.tv/ab