উৎপাদন সফল না হলে বাপেক্স থাকবে না: নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি: সংগৃহীত

উৎপাদন সফল না হলে বাপেক্স থাকবে না: নসরুল হামিদ

অনলাইন ডেস্ক

অর্থনীতিকে শক্তিশালী করতে গ্যাস অনুসন্ধান বাড়াতে হবে। এই কাজে গ্যাস উৎপাদনে সফল না হলে রাষ্ট্রীয় অনুসন্ধান কোম্পানি বাপেক্সও থাকবে না বলে মন্তব্য করেছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, আমরা আশাবাদী, বাপেক্স তার কার্যক্রম আরও শক্তিশালী করবে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) অনুসন্ধান কূপ কৈলাশটিলা-৮ খনন প্রকল্প পরিদর্শন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বাংলাদেশে এই মুহূর্তে প্রতিদিন আরো ১ হাজার এমএমসিএফ গ্যাস প্রয়োজন। দেশীয় ফিল্ড থেকে গ্যাস পেলে প্রতি ইউনিটে ৪ টাকা খরচ হয়। একই পরিমাণ গ্যাস আমদানি করতে ৬০ টাকা খরচ হয়। এত টাকা কোত্থেকে দেবে সরকার? মাত্র ২৩ শতাংশ গ্যাস আমদানি করি।

এই অর্থ যদি বাঁচাতে পারি তা হবে দেশের অর্থনীতির চালিকাশক্তি।

এসময় কৈলাশটিলা ফিল্ডে আরও ১ দশমিক ৬ টিসিএফ (ট্রিলিয়ন ঘনফুট) গ্যাস পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, আগামী চার মাসের মধ্যে খনন শেষ হলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

নসরুল হামিদ বলেন, আরও ১০০টি কূপ খননের উদ্যোগ নেয়া হচ্ছে। আগামী দুই বছরে আমরা আরও ৬০০ থেকে ৬৫০ এমএমসিএফ গ্যাস যুক্ত করতে চাই।

তিনি আরও বলেন, কৈলাশটিলা ফিল্ডে আগে ৩ টিসিএফ মজুত ছিল। অনুসন্ধান কূপ খনন করায় মজুদ আরও ১ দশমিক ৬ টিসিএফ গ্যাস পাওয়া যাবে। কয়েক মাসের মধ্যে এই গ্যাস পাইপলাইনে নিয়ে আসতে পারব।

এর আগে শনিবার সকালে জালালাবাদ গ্যাম ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের প্রধান কার্যালয় পরিদর্শন ও প্রিপেইড মিটার প্রকল্পের ডাটা সেন্টার উদ্বোধন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিন দিনের সফরে সিলেটে রয়েছেন তিনি। এই সময়ে গ্যাস ফিল্ড ও প্রসেস প্লান্ট পরিদর্শন, মডেল পেট্রোল পাম্প উদ্বোধন, পাইপলাইনে গ্যাস সরবরাহ উদ্বোধনের কর্মসূচি রয়েছে তার।

আরও পড়ুন: পাটকে আবারও প্রধান রপ্তানি পণ্যের স্থানে নিতে চাই : নানক

চলতি বছরের ১১ জানুয়ারি কৈলাশটিলা-৮ কূপের খনন কাজ শুরু হয়েছে। ১২০ দিনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির এই কূপটি খনন করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স।

কর্মকর্তাদের উদ্দেশে নসরুল হামিদ বলেন, আপনারা উদ্যোগ নেবেন, আমরা সেই অপেক্ষায় বসে থাকি। মন্ত্রণালয় কোনো প্রকল্প গ্রহণ করে না। আমরা চাই প্রত্যেকে সক্ষমতা দেখাক, আমরা তাদের সক্ষমতার দিকটি দেখতে চাই। যারা ভালো করবে তাদের মূল্যায়ন করা হবে। সিলেট গ্যাস ফিল্ড এগিয়ে গেছে, আরও প্রকল্প নিচ্ছে। বাপেক্স ও বাংলাদেশ গ্যাস ফিল্ড পিছিয়ে আছে।

news24bd.tv/DHL