জিআই পণ্যের তালিকা করতে সরকারকে নির্দেশ হাইকোর্টের

হাইকোর্ট

জিআই পণ্যের তালিকা করতে সরকারকে নির্দেশ হাইকোর্টের

অনলাইন ডেস্ক

বাংলাদেশের জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) বা ভৌগলিক নির্দেশক পণ্যের তালিকা চেয়েছে হাইকোর্ট। আগামী ১৯ মার্চের মধ্যে এই তালিকা প্রতিবেদন আকারে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি খুরশীদ আলম সরকার ও সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের দ্বৈত একটি বেঞ্চ এই আদেশ দেন। এই বেঞ্চ একইসাথে জিআই পণ্যের তালিকা তৈরি এবং সরক্ষণের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

রিটকারী আইনজীবী সারওয়াত শুক্লা বলেন, টাঙ্গাইলের তাঁতের শাড়ি ও সুন্দরবনের মধুসহ যেসব বাংলাদেশি জিআই পণ্য ভারত নিবন্ধন করেছে, তার বিরুদ্ধে ৪ এপ্রিল পর্যন্ত আপিলের সুযোগ আছে।

উল্লেখ্য, ২০১৬ সালে সর্বপ্রথম বাংলাদেশের জামদানি শাড়িকে জিআই পণ্য হিসাবে ঘোষণা দেওয়া হয়। এরপর একে একে আরও ২০টি পণ্য জিআই অনুমোদন পায়। সম্প্রতি টাঙ্গাইলের শাড়ি, নরসিংদীর অমৃতসাগর কলা এবং গোপালগঞ্জের রসগোল্লা-সহ মোট অনুমোদিত জিআই পণ্যের সংখ্যা ২৮ এ দাঁড়ালো।

news24bd.tv/SC