দেশে প্রথমবারের মতো মৎস্য খাতে ক্লাস্টারভিত্তিক ঋণ বিতরণ

খুলনায় প্রথমবারের মতো মৎস্য খাতে ৪৭ জন উদ্যোক্তাকে চার কোটি ৭০ লাখ টাকার ঋণ বিতরণ 

দেশে প্রথমবারের মতো মৎস্য খাতে ক্লাস্টারভিত্তিক ঋণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

দেশে প্রথমবারের মতো মৎস্য খাতে ব্যাংকের মাধ্যমে ক্লাস্টারভিত্তিক উদ্যোক্তাদের ঋণ বিতরণ করা হয়েছে। এর আগে মৎস্য খাতে ক্লাস্টারভিত্তিক ঋণ অনুমোদন করতো না ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো। এর ফলে ক্ষুদ্র উদ্যোক্তারা পুঁজির অভাবে নানামুখী সংকটে ভুগতো।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নগরীর অভিজাত হোটেলে ‘সিএমএসএমই ক্লাস্টার খাতের বিকাশে’ আয়োজিত সেমিনারে প্রথমবারের মতো ৪৭ জন উদ্যোক্তাকে চার কোটি ৭০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।

আরও ২২ জন উদ্যোক্তার তিন কোটি ৭৯ লাখ টাকার ঋণ প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।

উদ্যোক্তারা বলছেন, একই এলাকার একই ধরনের খামারদের ঋণ প্রদান করায় মৎস্য খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে উদ্যোক্তারা মৎস্য উৎপাদনের পরিধি বৃদ্ধি করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে লিড ব্যাংক হিসেবে অগ্রণী ব্যাংক, খুলনা অঞ্চল এই সেমিনারের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা।

অগ্রণী ব্যাংকের খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শেখ দীন মহম্মদের সভাপতিত্বে ব্যাংক কর্মকর্তা আবু সাঈদ মো. আরিফ-উল ইসলাম, মো. মনজুর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. নুরুল হুদা, মো. আব্দুর রাজ্জাক, তাজ উদ্দীন আহমদ, মুহাম্মদ মাজহারুল ইসলামসহ ৪৭টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সিএমএসএমই খাতের গুরুত্ব অপরিসীম। মৎস্য খাতে ক্লাস্টারভিত্তিক ঋণ প্রদানে তরুণ উদ্যোক্তা ও নারী উদ্যেক্তারা উৎপাদনমুখী কাজে আর্থসামাজিক উন্নয়নে কাজ করতে সক্ষম হবেন।

news24bd.tv/কেআই