হার দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পরের দুই ম্যাচে জিতে সিরিজে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগার যুবারা। বুধবার (৩০ এপ্রিল) কলম্বোর কোল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএসের হিসাবে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৩৯ রানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে আছে লাল-সবুজের জার্সিধারীরা। এদিন টস জিতে শুরুতে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ইনিংসের মাঝপথে ম্যাচটি পড়ে বৃষ্টির খপ্পরে। ২৮ ওভারে নেমে আসা ম্যাচে ইয়াং টাইগাররা তোলে ২ উইকেটে ১৪৪ রান। ডিএলএসের হিসাবে শ্রীলঙ্কার যুবাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮ ওভারে ১৯৮ রানের। কিন্তু ২২ ওভারে ৭ উইকেটে ১২০ রান তোলার পর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে গেলে ৩৯ রানে জয় পায় সফরকারীরা। এদিন ব্যাট করতে নেমে দলীয়...
শ্রীলঙ্কাদের হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
অনলাইন ডেস্ক

ইনজুরিতে এবারের আইপিএল থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল
অনলাইন ডেস্ক

চোটের কারণে এবারের আইপিএল থেকে ছিটকে গেছেন পাঞ্জাব কিংসের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আঙুলের ইনজুরির কারণে আর মাঠে নামা হচ্ছে না তার। বিষয়টি নিশ্চিত করেছেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার। বুধবার (৩০ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় আইয়ার বলেন, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে ম্যাক্সওয়েলের আঙুলে চোট লেগেছে। এই মৌসুমে পাঞ্জাবের হয়ে ৭টি ম্যাচ খেলেছেন ম্যাক্সওয়েল। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ৭ ম্যাচে ব্যাট হাতে করেছেন মাত্র ৪৮ রান এবং বল হাতে নিয়েছেন ৪টি উইকেট। ব্যর্থতার মাঝেও তাকে নিয়মিত সুযোগ দিয়ে গেছে দলটি। ম্যাক্সওয়েলের ছিটকে যাওয়া দলের জন্য বড় ধাক্কা হলেও এখনো তার পরিবর্তে কাকে নেয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অধিনায়ক আইয়ার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু...
টেস্টে মিরাজের বিরল রেকর্ড
অনলাইন ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। বুধবার তার ঝকঝকে ইনিংসের ওপর ভর করেই প্রথম ইনিংসে ২১৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ। তার সেঞ্চুরি করার পথে ২০০০ রানের মাইলফলক ও ২০০-এর বেশি উইকেট-টেস্টে এই ডাবলের ক্লাবে নাম লেখালেন তিনি। ৫৩ টেস্টে এই কীর্তি গড়ে চতুর্থ দ্রুততম অলরাউন্ডার হিসেবে এমন বিরল রেকর্ড গড়লেন তিনি। মিরাজের সঙ্গে যৌথভাবে এই তালিকায় চারে রবীন্দ্র জাদেজা। ৪২ ম্যাচে ২০০০ রান ও ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে টেস্টে এই রেকর্ড দ্রুততম করার কীর্তি ইয়ান বোথামের। দুইয়ে থাকা ইমরান খান ও কপিল দেব-দুজনেরই এই কীর্তি গড়তে লেগেছে ৫০ টেস্ট। আর টেস্টের এই বিরল রেকর্ড করতে অশ্বিনকে খেলতে হয়েছে ৫১ টেস্ট।...
ব্রাজিলের কোচ হচ্ছেন না আনচেলত্তি, আলোচনার পথ বন্ধ হলো কেন?
অনলাইন ডেস্ক

প্রায় নিশ্চিত ভাবেই ঘোষিত হয়েছিল যে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি জুনে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন। কিন্তু এখন জানা যাচ্ছে, সেই আলোচনা ভেস্তে গেছে। ব্রাজিলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম গ্লোবো এবং ইএসপিএন ব্রাজিল নিশ্চিত করেছে, আনচেলত্তিকে নিয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পরিকল্পনা আর এগোচ্ছে না। মূলত রিয়াল মাদ্রিদের বাধার কারণেই এ জটিলতা তৈরি হয়েছে। রিয়াল চায় না আনচেলত্তি চুক্তির মেয়াদ ফুরানোর আগেই ক্লাব ছাড়ুন। তাঁর বর্তমান চুক্তি ২০২৬ সালের জুন পর্যন্ত। ক্লাব বিশ্বকাপসহ মৌসুমের বাকি সময় তাঁকে রেখে দিতে চায় ক্লাবটি। ফলে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ কোচের চুক্তি বাতিলের ফি দিতে রাজি হননি। ফলে সিবিএফের সঙ্গে আনচেলত্তির আলোচনা থেমে গেছে। আলোচনার শুরুতে আনচেলত্তি মৌখিকভাবে ব্রাজিলের দায়িত্ব...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর