বেইলি রোডের আগুনের ঘটনায় জাহারা মিতুর আবেগঘন পোস্ট

বেইলি রোডের আগুনের ঘটনায় জাহারা মিতুর আবেগঘন পোস্ট

অনলাইন ডেস্ক

রাজধানীর বেইলি রোডের বাণিজ্যিক ভবনে অগ্নি দুর্ঘটনায় মর্মাহত অভিনেত্রী জাহারা মিতু। মর্মান্তিক এ দুর্ঘটনায় মারা গেছেন ৪৬ জন। এছাড়া গুরুতর অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও বেশ কয়েকজন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন উঠতি এই অভিনেত্রী।

শুক্রবার (১ মার্চ) জাহারা মিতু তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, 'নিমতলী থেকে বেইলি রোড, বঙ্গবাজার থেকে নিউমার্কেট… একের পর এক ঘটে যাবে এমন ঘটনা। ক্ষণিক সময়ের আহাজারি শেষে আমরা মেতে উঠবো বি.পি.এল-এর ফাইনাল কিংবা বাদশাহর কনসার্টের মতন কোনো ইভেন্টের আনন্দে। অথচ ভুলে যাবো কাল হয়তো আমরাও হতে পারি কোনো লেলিহান শিখার গ্রাস'।

তিনি আরও লেখেন, 'সময় এসেছে অগ্নি দুর্ঘটনা থেকে বাঁচার ক্ষেত্রে পূর্বপ্রস্তুতি রাখার।

ফায়ার সার্ভিসের প্রয়োজন উন্নয়ন। প্রত্যেকটি দালানের মালিকদেরও প্রয়োজন সচেতন হওয়া…'।  

পরিশেষে তিনি লেখেন, 'এসব শুধু বলেই যাবো কিংবা লিখে। তবে কাজের কাজ আসলে হবে না কিছুই'। এরপর মিতু কান্নার একটি ইমোজি দেন।

আরও পড়ুন: বেইলি রোডের আগুনে প্রিয় বান্ধবীকে হারালেন অভিনেত্রী নাদিয়া

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডে ছয়তলা ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে এবং রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

news24bd.tv/TR