বিশ্বের বৃহত্তম পর্যটন মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন

সংগৃহীত ছবি

বিশ্বের বৃহত্তম পর্যটন মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন

অনলাইন ডেস্ক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান জার্মানির বার্লিনে বিশ্বের বৃহত্তম পর্যটন মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেছেন। মঙ্গলবার (৫ মার্চ) জার্মানির বার্লিনে তিনি এই প্যাভিলিয়ন উদ্বোধন করেন।  

তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলায় উদ্বোধনী দিনে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, কমার্শিয়াল কাউন্সিলর মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্যাভিলিয়ন উদ্বোধনের সময় মন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পে অপার সম্ভাবনা রয়েছে।

এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে আমাদের পর্যটন পণ্যগুলো বিশ্বের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে।  

আন্তর্জাতিক পর্যটন মেলাগুলো আমাদের পর্যটন পণ্য ও সেবা বিশ্বের কাছে তুলে ধরার জন্য একটি কার্যকর ও গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তিনি আরও জানান, আইটিবি বার্লিনে অংশগ্রহণ বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং ক্রমবর্ধমান পর্যটন সুবিধানে বিশ্ব পর্যটন বাজারের সামনে তুলে ধরতে হবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নেতৃত্বে এ মেলায় বাংলাদেশ থেকে রিভারাইন ট্যুরস, ট্রাভেল কাইটস, অতার্কি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, হিলভিউ ট্যুরিজম, এ ওয়ান ট্যুরিজম, এসকেপ বাংলাদেশ এবং গ্রান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট অংশগ্রহণ করছে।

মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পর্যটক দেশের বাংলাদেশের পর্যটনের বেশ কিছু অফার এবং প্যাকেজ তুলে ধরে।

news24bd.tv/SC