ব্যর্থতার দায় নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের হাল ছাড়লেন মাসাকাদজা

হ্যামিল্টন মাসাকাদজা (সংগৃহীত ছবি)

ব্যর্থতার দায় নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের হাল ছাড়লেন মাসাকাদজা

অনলাইন ডেস্ক

একসময় ক্রিকেটে জিম্বাবুয়েকে শক্ত প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হতো। কঠিন কঠিন প্রতিপক্ষকে হারিয়ে বিশ্বমঞ্চে নিজেদের অস্তিত্বের জানান দিতো তারা। কিন্তু হার এবং জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের অর্থনৈতিক দৈন্যদশা পিছু ছাড়েনি জিম্বাবুয়ের। সম্প্রতি আফ্রিকান অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থ হয় জিম্বাবুয়ে।

আয়ারল্যান্ডের বিপক্ষে হারের পর ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার এবং দলটির ডিরেক্টর অব ক্রিকেট হ্যামিল্টন মাসাকাদজা।

নিজের পদত্যাগপত্রে মাসাকাদজা জানান, ‘আমাদের ক্রিকেটের সাফল্য-ব্যর্থতা হিসেব করে আমি আমার দায়িত্ব নিয়ে সতর্কভাবে বিবেচনার পরই এই সিদ্ধান্তটি নিয়েছি। আমার সময়ে যদিও যথেষ্ট অগ্রগতি হয়েছে, তার পরও এটা সত্যি যে, উগান্ডার কাছে হতাশাজনক পরাজয়ের কারণে আমরাই একমাত্র পূর্ণ সদস্য দেশ, যারা আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারছি না। ’

উল্লেখ্য, দলের দায়িত্ব গ্রহণের পর শেষ ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলো জিম্বাবুয়ে।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া সেই আসরের সুপার টুয়েলভ খেলেছিলো জিম্বাবুয়ে। এরপর ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে বাদ পড়ে দলটি।  

news24bd.tv/SC