দেবীদ্বারে ‘বসুন্ধরা শুভসংঘের’ সেলাই প্রশিক্ষণ উদ্বোধন

দেবীদ্বারে ‘বসুন্ধরা শুভসংঘের’ সেলাই প্রশিক্ষণ উদ্বোধন

অনলাইন ডেস্ক

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের নানামুখী উদ্যোগ আজ সর্বমহলে প্রশংসিত। বসুন্ধরা শুভসংঘের সহায়তায় দেশের বিভিন্ন স্থানে অসচ্ছল নারীরা স্বাবলম্বী হয়ে উঠতে শুরু করেছে।

এরই ধারাবাহিকতায় দেবীদ্বার উপজেলার ২০ জন অসচ্ছল নারীকে সেলাই প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্দেশ্যে ‘সেলাই প্রশিক্ষণ কর্মশালার’ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) সকাল ১১টায় এ কর্মশালার উদ্বোধন করা হয়।

বসুন্ধরা ও শুভসংঘের তত্ত্বাবধানে আয়োজিত সেলাই প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক দৈনিক কালের কণ্ঠ দেবীদ্বার প্রতিনিধি এ বি এম আতিকুর রহমান বাশারের সভাপতিত্বে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, আওয়ামী লীগ উপজেলা সহসভাপতি লুৎফর রহমান বাবুল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি মো. ময়নাল হোসেন, দেবীদ্বার বণিক সমিতির সভাপতি মো. হিরন মোল্লা।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সাংবাদিক শাহিদুল ইসলাম, শফিউল আলম রাজীব, আহাম্মেদ হোসাইন, মো. সোহেল রানা সোহাগ, মো. শাহজালাল, মো. বিল্লাল হোসেন, মো. আব্দুল আলিম, মা-মেয়ের রান্নাঘরের পরিচালক তাছকিয়া রহমান প্রতিভা, সেলাই প্রশিক্ষক হুরবানু আক্তার পলি, প্রশিক্ষণার্থী আয়শা রহমান প্রজ্ঞা প্রমুখ।

প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীদের উন্নয়ন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিকল্প নেই। যে মানবিক কাজটি করে যাচ্ছে দেশের প্রথম সারির শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের শুভসংঘ।

বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় আজ দেবীদ্বারের যে ২০ জন অসচ্ছল নারী বিনা খরচে সেলাই প্রশিক্ষণ নিতে আসছেন, এ প্রশিক্ষণটা আপনাদের একেবারে হাতে-কলমে মনোযোগসহকারে শিখতে হবে।

তিনি আরও বলেন, আপনাদের প্রশিক্ষণ শেষে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার জন্য বসুন্ধরার পক্ষ থেকে একটি উন্নতমানের সেলাই মেশিন উপহার পাবেন। আপনার লক্ষ্য-উদ্দেশ্য যদি অটুট থাকে, তাহলে এ সেলাই মেশিনটি আপনাকে একজন বড় মাপের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে সহায়তা করবে। আগামীতে বসুন্ধরা শুভসংঘ দেবীদ্বারে সেলাই প্রশিক্ষণের পরিধি আরো বৃদ্ধিসহ দারিদ্র্য বিমোচনে এবং উপকারভোগীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে নানা কর্মসূচির ক্ষেত্র তৈরি করে দেবে সেই প্রত্যাশা রাখছি।

news24bd.tv/তৌহিদ