হাইকোর্টে যাবেন হলমার্কের তানভীরের আইনজীবী

সংগৃহীত ছবি

হাইকোর্টে যাবেন হলমার্কের তানভীরের আইনজীবী

নিজস্ব প্রতিবেদক

হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের যাবজ্জীবন কারাদণ্ডের রায় সঠিক হয়নি বলে দাবি করেছেন তার আইনজীবী শফিকুল ইসলাম। হাইকোর্টে আপিল করে ন্যায় বিচার পাওয়া যাবে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেম প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ ও তার স্ত্রী এবং গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

হলমার্ক কেলেঙ্কারি: চেয়ারম্যান ও এমডিসহ ৯ জনের যাবজ্জীবন

রায়ে দুই ধারায় একটায় সাত বছর আরেকটায় দশ বছর কারাদণ্ড দেয়া হয় তাদের।

বাকি ৭ জনের ১৭ বছরের কারাদণ্ড এবং অন্য একজনের ৫ বছর কারাদণ্ড দেয় আদালত।

রায়ের পর দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, প্রত্যেকটা আসামির সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছিলো। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে তারা যে অপরাধ করেছেন, তাতে মৃত্যুদণ্ড দেওয়া উচিত।

news24bd.tv/FA