মস্কোয় বন্দুকধারীদের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা

সংগৃহীত ছবি

মস্কোয় বন্দুকধারীদের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা

অনলাইন ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কোতে কনসার্ট হলে বন্দুকধারীদের হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩ জনে পৌঁছেছে। রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষ আজ শনিবার (২৩ মার্চ) এ তথ্য জানিয়েছে। এদিকে ক্রেমলিনের বরাতে রুশ বার্তাসংস্থা আরটি জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে চারজন সরাসরি জড়িত।

দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিসের ( এফবিএস) মতে, ক্রোকাস সিটি হলে ১০০ জনেরও বেশি আহত হয়েছে। এদিকে ইসলামিক স্টেট গোষ্ঠী দাবি করেছে তারা এই হামলা চালিয়েছে। এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে

বিশ্ব নেতারা গতকাল শুক্রবার মস্কোর কনসার্ট হলে বন্দুকধারীদের মারাত্মক হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন। ঘটনার দিন কয়েকজন বন্দুকধারী মুখোশ পরে কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

একটি ভিডিওতে দেখা যায়, কনসার্টে অংশগ্রহণকারী আতঙ্কিত মানুষ নিজেদের বাঁচানোর চেষ্টা করছে। এছাড়া আগুন কমপ্লেক্সের ছাদে ছড়িয়ে পড়তে দেখা যায়। খবর আল-অ্যারাবিয়ার।

জাতিসংঘ

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেছেন, ‘জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন। ’ তিনি আরো বলেন, ‘গুতেরেস নিহতদের শোকসন্তপ্ত পরিবার, দেশটির জনগণ এবং রুশ ফেডারেশনের সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ’

জাতিসংঘের নিরাপত্তা পরিষদও এ ঘটনায় শোক প্রকাশ করেছে। এছাড়া এই নিন্দনীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধী ও তাদের মদদদাতাদের জবাবদিহি করাতে এবং তাদের বিচারের আওতায় আনতে রুশ সরকারকে সহযোগিতা করার জন্য সব রাষ্ট্রকে আহ্বান জানিয়েছে।  

তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘নিরাপত্তা পরিষদের সদস্যরা এই জঘন্য ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ’

ইইউ

ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তারা মস্কোর হামলায় মর্মাহত ও আতঙ্কিত। ইইউ-এর একজন মুখপাত্র বলেছেন, ‘ইইউ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যে কোনো হামলার নিন্দা করে। আমরা রাশিয়ান নাগরিকদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ’

যুক্তরাষ্ট্র

এ ঘটনায় ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, তারা আরো তথ্য পাওয়ার চেষ্টা করছে। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ‘হামলার শিকার সবার প্রতি সববেদনা জানাচ্ছি। এ দৃশ্য দেখা কঠিন এবং ভয়ঙ্কর। ’ 

হোয়াইট হাউস আরো বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র মার্চের শুরুতে মস্কোতে এই হামলার বিষয়ে সতর্ক করেছিল।

ইউক্রেন

ইউক্রেন প্রেসিডেন্টের সহযোগী মাইখাইলো পোডোলিয়াক এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, ‘ইউক্রেন গত দুই বছর ধরে রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে রয়েছে। এই হামলায় আমাদের কিছু করার নেই। ’

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা অধিদপ্তর বলেছে, ‘মস্কোতে সন্ত্রাসী হামলাটি পুতিনের নির্দেশে হয়েছে। এটি রাশিয়ার বিশেষ পরিষেবাগুলোর একটি পরিকল্পিত হামলা এবং এটা ইচ্ছাকৃত উস্কানি ছিল। ’ 

তিনি আরো অভিযোগ করে বলেন, ‘এ হামলার উদ্দেশ্য ছিল ইউক্রেনের সঙ্গে আরো তীব্রভাবে যুদ্ধ শুরু করা এবং আরো দীর্ঘ সময় ধরে যুদ্ধ করা। ’

ইসরায়েল

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এক্স (সাবেক টুইটার)-এ বেলেছেন, ‘মস্কোতে আজ রাতের মর্মান্তিক ঘটনার জন্য আমি মর্মাহত। আমরা হতাহতদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সমবেদনা জানাই। ’

ফিলিস্তিনি কর্তৃপক্ষ

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্সি এই হামলার নিন্দা করেছে এবং রাশিয়ার বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি তাদের সংহতি ও সমর্থনের কথা জানিয়েছেন।

জার্মানি

জার্মানির পররাষ্ট্র দপ্তর এক্স (সাবেক টুইটার)-এ বলেছে, ‘মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে নিরপরাধ মানুষের ওপর হামলার চিত্র ভয়াবহ। দ্রুত এ হামলার তদন্ত করা উচিত। ’ পাশাপাশি তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ফ্রান্স

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, ‘ইসলামিক স্টেটের করা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করছি। ’  এলিসি প্রাসাদ থেকে বলা হয়েছে, ‘ফ্রান্স এ হামলায় ক্ষতিগ্রস্ত এবং সব রুশ জনগণের সঙ্গে তাদের সংহতি প্রকাশ করছে। ’

ইতালি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই হামলাকে ‘জঘন্য সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন। তিনি হামলার শিকার মানুষ এবং তাদের পরিবারের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করে বলেন,‘মস্কোতে নিরপরাধ বেসামরিক গণহত্যার ভয়াবহতা অগ্রহণযোগ্য। ’

স্পেন

স্পেন বলেছে, তারা এই হামলায় মর্মাহত। স্প্যানিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স (সাবেক)-এ লিখেছে, ‘ভুক্তভোগীদের পরিবার এবং রাশিয়ান জনগণের সঙ্গে আমারা সংহতি প্রকাশ করছি। ’

চীন

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট শি চিন পিং এই হামলার কঠোর নিন্দা করেছেন এবং পুতিনের প্রতি তার সমবেদনা জানিয়েছেন। সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, শি বলেছেন, চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে।

জাপান

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি কোবায়াশি মাকির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জাপান এ হামলার নিন্দা করছে এবং শোকাহতদের প্রতি সমবেদনা জানিয়েছে। যারা আহত হয়েছেন তাদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেছে। ’

মেক্সিকো

মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মেক্সিকো বেসামরিকদের ওপর চালানো কোনো সহিংসতার নিন্দা করে।

ভেনেজুয়েলা

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, ‘রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের প্রতি আমাদের সমর্থন রয়েছে এবং যে কোনো সহিংসতাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি। ’ 

ভারত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (সাবেক টুইটার)-এ বলেছিলেন, ‘জঘন্য সন্ত্রাসী হামলার নিন্দা করছি। এই দুঃখের সময় ভারত সরকার রাশিয়ান ফেডারেশনের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। ’ 

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী তাতায়ানা গোলিকোভা শনিবার পুতিনের সঙ্গে দেখা করার পর এ কথা জানান। তবে পুতিন হামলার বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

news24bd.tv/DHL