হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ

অনলাইন ডেস্ক

সফরকারী অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ৮ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে। মাত্র ১৮ ওভার ৩ বলে ৮ উইকেট বাকি থাকতেই বাংলাদেশের দেওয়া লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। বুধবার (২৭ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক অ্যালিসা হিলি। প্রথমে ব্যাট করে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

কিন্তু কোনো শক্ত জুটি গড়তেই পারেনি বাংলাদেশ। বেশ অসহায় দেখা গেছে তাদের ব্যাটিং। নির্ধারিত ৫০ ওভারের মধ্যে মাত্র ২৬ ওভার দুই বলেই অল আউট হয়ে যায় স্বাগতিকরা। দুই অঙ্কের রান করতে পেরেছেন মাত্র ৪ জন।

তাও ২০ রানের বেশি করতে পারেনি কেউ।

নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ১৬ রান করেছেন। মারুফা আক্তার করেছেন ১৫ রান। সুলতানা খাতুন এবং স্বর্ণা আক্তার যথাক্রমে ১০ রান করেছেন।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে অর্ধেক ওভার না খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। অস্ট্রেলিয়ার হয়ে অ্যালিসা হিলি ৩৪ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন এবং রাবেয়া খাতুন যথাক্রমে একটি উইকেট নেন। অস্ট্রেলিয়ার হয়ে কিম গ্রাথ এবং অ্যাশলে গার্ডনার তিনটি করে উইকেট শিকার করেছেন। এলিস পেরি এবং সোফি মলিনিউ যথাক্রমে দুটি করে উইকেট নেন।

অস্ট্রেলিয়ার কিম গ্রাথ ৭ ওভারে ১১ রান দিয়ে ৩টি উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। অন্যদিকে অজি অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার সিরিজসেরা হয়েছেন।

news24bd.tv/SC