ইমরান খানের কারাদণ্ডাদেশ বাতিল করলো পাকিস্তানের আদালত

ইমরান খানের কারাদণ্ডাদেশ বাতিল করেছে ইসলামাবাদ হাইকোর্ট।

ইমরান খানের কারাদণ্ডাদেশ বাতিল করলো পাকিস্তানের আদালত

অনলাইন ডেস্ক

অবৈধভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাদণ্ডাদেশ বাতিল করেছে ইসলামাবাদ হাইকোর্ট। গত ৩১ জানুয়ারি এই মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। খবর আল জাজিরার।

ইমরান খানের সমর্থকদের দাবি হচ্ছে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচন থেকে ইমরান খানকে সরিয়ে রাখতেই মামলাটি সাজানো হয়েছিল।

সোমবার (১ এপ্রিল) এক আদেশে ইসলামাবাদ হাইকোর্ট জানায়, ঈদের ছুটির পর মামলার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্তে না আসা পর্যন্ত ইমরান খান ও তার স্ত্রীর কারাদণ্ডাদেশ বাতিল করা হলো।

আরও পড়ুন: এবার হাত-পা বাঁধা বাইডেনের ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প

সাজাপ্রাপ্ত হওয়ায় ইমরান খান ও তার স্ত্রী ১০ বছরের জন্য সরকারি কোন পদে নির্বাচন করার অনুপযুক্ত হয়ে পড়েন। পাশাপাশি, তাদেরকে ৭৮৭ মিলিয়ন রুপি জরিমানাও করা হয়। এই রায়ের একদিন পরেই রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের আরেক মামলায় ইমরান খানকে ১০ বছরের জন্য কারাদণ্ড দেয়া হয়।

বেশ কয়েকটি অভিযোগে গত বছরের আগস্ট থেকে ইমরান খান কারাগারে আছেন।

news24bd.tv/ab