প্রথমবারের মতো ইন্টার্নশিপ চালু করলো জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রথমবারের মতো ইন্টার্নশিপ চালু করলো জনপ্রশাসন মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক

নীতিমালা জারির পর বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সর্ব প্রথম ইন্টার্নশিপ চালু করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইন্টার্নশিপে আগ্রহী হাজারের অধিক প্রার্থীর আবেদন থেকে বাছাই করা ১০ জনকে কাজের সুযোগ দেওয়া হচ্ছে। সোমবার (১ এপ্রিল) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে ইন্টার্নশিপ কার্যক্রমের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।  

মন্ত্রী বলেন, এতদিন বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নিশিপ চালু ছিল, সরকারি প্রতিষ্ঠানে ছিল না।

সরকারি সব কাজের সাথে নতুন প্রজন্ম আগে থেকেই যাতে অভিজ্ঞতা অর্জন করতে পারে— এ জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।   

ফরহাদ হোসেন বলেন, এখন থেকে সব মন্ত্রণালয়েই এভাবে ইন্টার্নিশিপের ব্যবস্থা করা হবে। যাতে সরকারি দপ্তরের কাজের অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেদের প্রশিক্ষিত করতে পারে এ প্রজন্ম।  

ইন্টার্নশিপ নীতিমালা-২০২৩ এর অধীন বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ব প্রথম ইন্টার্নশিপ চালু করছে।

বিভিন্ন ধাপ অতিক্রম করে এক হাজার ৯৪ জন আবেদনকারীর মধ্য থেকে ১০ জন ইন্টার্ন চূড়ান্ত করা হয়। যাদের মধ্যে ছয় জন নারী ও চার জন পুরুষ ইন্টার্ন। ইন্টার্নদের প্রশিক্ষণ আগামী ৩০ জুন সমাপ্ত হবে।  

news24bd.tv/আইএএম