ব্রুনাইয়ে বাংলাদেশ চেম্বার অব কমার্সের ইফতার

ব্রুনাইয়ে বাংলাদেশ চেম্বার অব কমার্সের ইফতার

অনলাইন ডেস্ক

বাংলাদেশ চেম্বার অব কমার্সের উদ্যোগে ব্রুনাইয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরিবেগওয়ানে ম্যানগ্রোভ প্যারাডাইস রির্সোটে এ আয়োজন করা হয়।

ইফতার পার্টিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লিয়াকত আলী সরকার। সঞ্চালনায় ছিলেন একেএম জসিম উদ্দিন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার হাইকমিশনার ও তুরস্কের রাষ্ট্রদূত।

আরও উপস্থিত ছিলেন রিপাবলিক অব ইন্দোনেশিয়ার ইকোনমিক কাউন্সিলর, বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান, দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও অন্য কমকর্তারা।

এ ইফতারে ব্রুনাইয়ে বাস করা বাংলাদেশি পরিবারের পাশাপাশি দেশটির স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়াও ব্রুনাইয়ের সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন ব্যক্তি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতারের আগে সারা বিশ্বের মুসলমানদের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ হাবীব উল্লাহ হানিফ।

news24bd.tv/SHS