ভিসা নীতিমালা কঠোর করছে নিউজিল্যান্ড

নিজেদের ওয়ার্ক ভিসার নীতিমালা কঠোর করার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড।

ভিসা নীতিমালা কঠোর করছে নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক

নিজেদের ওয়ার্ক ভিসার নীতিমালা কঠোর করার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। গত বছর রেকর্ড সংখ্যক ব্যক্তির নিউজিল্যান্ডে কাজ করতে আসার ব্যাপারটিকে ক্ষতিকর উল্লেখ করে রোববার (৭ এপ্রিল) ভিসা নীতিমালায় এই পরিবর্তন আনার কথা বলেন দেশটির অভিবাসন মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড। খবর রয়টার্সের।

ভিসা নীতিমালায় আনা পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে নিম্ন দক্ষতার চাকরির ক্ষেত্রে ইংরেজি ভাষা এবং যেকোনো ওয়ার্ক ভিসার ক্ষেত্রে কমপক্ষে কয়েক বছরের চাকরির অভিজ্ঞতাকে বাধ্যতামূলক করা।

এছাড়া, নিম্ন দক্ষতার চাকরির ক্ষেত্রে একজন ব্যক্তি পাঁচ বছরের জায়গায় তিন বছর নিউজিল্যান্ডে অবস্থান করতে পারবেন।

এক বিবৃতিতে এরিকা বলেন, আমরা হাই স্কুলের শিক্ষকদের মতো উচ্চ দক্ষতার শ্রমিককে আমাদের দেশে আনতে চাই। মূলত যেসকল ক্ষেত্রে দক্ষতার কমতি রয়েছে সেসকল ক্ষেত্রে আমাদের কর্মী দরকার। সব ধরণের চাকরির ক্ষেত্রে আমরা নিউজিল্যান্ডের নাগরিকদের অগ্রাধিকার দিতে চাই।

২০২৩ সালে ১ লাখ ৭৩ হাজার ব্যক্তি নিউজিল্যান্ডে মাইগ্রেট করেছেন বলেও বিবৃতিতে জানানো হয়।

প্রায় ৫১ লাখ জনসংখ্যার দেশ নিউজিল্যান্ডে কোভিড মহামারী শেষ হওয়ার পর থেকেই প্রচুর মানুষ মাইগ্রেট করছেন। এর ফলে দেশটির সরকার মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছে।

নিউজিল্যান্ডের পাশ্ববর্তী দেশ অস্ট্রেলিয়াও আগামী দুই বছরে অভিবাসীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে।

news24bd.tv/ab