ইসরায়েলে পণ্য রপ্তানি করবে না তুরস্ক

যুদ্ধবিরতি ঘোষণা না হওয়া পর্যন্ত ইসরায়েলে পণ্য রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক।

ইসরায়েলে পণ্য রপ্তানি করবে না তুরস্ক

অনলাইন ডেস্ক

গাজায় যুদ্ধবিরতি ঘোষণা না হওয়া পর্যন্ত ইসরায়েলে বেশ কিছু সংখ্যক পণ্য রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক। গাজায় ছয়মাসের যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে এটিই আঙ্কারার নেওয়া প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

নিষেধাজ্ঞার আওতায় বিভিন্ন শ্রেণির ৫৪টি পণ্য রয়েছে।

নিষেধাজ্ঞা আরোপিত পণ্যের মধ্যে রয়েছে- লোহা, মার্বেল, ইস্পাত, সার, নির্মাণ সামগ্রী, যন্ত্রপাতি ও বিমানের জ্বালানি। ইসরায়েল এর পাল্টায় তুরস্কের পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে বলে জানিয়েছে।

তবে কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে, তা জানায়নি তুরস্ক। বিবৃতিতে বলা হয়েছে, শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

এর আগে ফিলিস্তিনের গাজায় উড়োজাহাজ থেকে ত্রাণ ফেলতে ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছিল তুরস্ক। কিন্তু ইসরায়েলে সেই অনুরোধে সাড়া দেয়নি। তখন ক্ষুব্ধ তুরস্ক জানিয়েছিল, তারা ইসরায়েলের বিরুদ্ধে শিগগিরই পদক্ষেপ নেবে। ধারণা করা হচ্ছে, তুরস্কের অনুরোধ প্রত্যাখ্যানের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে ইসরায়েলে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল তুরস্ক সরকার।

তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্যের মধ্যে লোহা ও স্টিলের পণ্য রয়েছে। এ ছাড়া বিভিন্ন ধরনের যন্ত্রাংশও রয়েছে।

এদিকের তুরস্কের এমন পদক্ষেপে চটেছে ইসরায়েল। বলা হয়েছে, তুরস্ক একতরফাভাবে বাণিজ্য চুক্তি লঙ্ঘন করেছে। এক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে তেল আবিব প্রশাসন।

news24bd.tv/DHL