অনিবন্ধিত অনলাইন পোর্টাল নিয়ে উদ্বিগ্ন সরকার : তথ্য প্রতিমন্ত্রী

অনিবন্ধিত অনলাইন পোর্টাল নিয়ে উদ্বিগ্ন সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর মাধ্যমে ভুল তথ্য এবং অপতথ্য বেশি ছড়ায়, তাই অনিবন্ধিত অনলাইন পোর্টাল নিয়ে উদ্বিগ্ন সরকার।

এগুলো বন্ধ করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ - ওনাব এর সদস্যদের সাথে বৈঠকে একথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জানান, এখন ৪২৬টি নিবন্ধিত অনলাইন পোর্টাল রয়েছে।

যেগুলো মধ্যে শুধুমাত্র অনলাইন ভিত্তিতে কাজ এর সংখ্যা ২১৩টি, বাকিগুলো পত্রিকার অনলাইন।

আরাফাত আরও বলেন, অপতথ্য এবং ভুল তথ্য বন্ধ করতে নিবন্ধিত অনলাইনগুলোর দায়িত্ব রয়েছে। সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ এবং নজরদারি করতে চায় না এমন মন্তব্য করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার চায় গণমাধ্যমের দায়িত্বশীলতা এবং স্বচ্ছতা।

পহেলা বৈশাখে সন্ধ্যার পর উদীচীর অনুষ্ঠান করা প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্দেশনার বাইরে গিয়ে কিছু করা হটকারি সিদ্ধান্ত।

এটা কোনো সংগঠনই করতে পারে না। দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের। সরকার সেটাই করেছে।

news24bd.tv/FA