নাগাসাকির স্মরণসভায় আমন্ত্রণ পায়নি ইসরায়েল

সংগৃহীত ছবি

নাগাসাকির স্মরণসভায় আমন্ত্রণ পায়নি ইসরায়েল

অনলাইন ডেস্ক

ঐতিহাসিক নাগাসাকি দিবস পালন করা হয় ৯ আগস্ট। জাপানের নাগাসাকিতে মার্কিন পারমাণবিক বোমা হামলার ৭৯তম বার্ষিকী আজ।  

নাগাসাকি দিবস উপলক্ষে আয়োজিত শান্তি স্মরণসভায় আমন্ত্রণ পাননি ইসরায়েলের রাষ্ট্রদূত। প্রতিবাদে এই সভা বর্জনের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

শুক্রবার নাগাসাকির পিস পার্কে এই স্মরণসভার আয়োজন করার কথা রয়েছে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার নাগাসাকির মেয়র শিরো সুজুকি বলেছেন, ‘ইসরায়েলি রাষ্ট্রদূতকে আমন্ত্রণ না জানানোয় মার্কিন ও ব্রিটিশ রাষ্ট্রদূতরা নাগাসাকির স্মরণসভায় অংশ না নেওয়ার কথা জানিয়েছেন। '

শিরো বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে জানান, 'এটি দুর্ভাগ্যজনক। ’ রাজনৈতিক কারণে নয়, গাজা সংঘাত নিয়ে সম্ভাব্য বিক্ষোভ এড়াতে ইসরায়েলকে আমন্ত্রণ জানানো হয়নি জানিয়ে মেয়র বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ও গম্ভীর পরিবেশে অনুষ্ঠানটি করতে চাই।

’ 

মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালের ৬ই আগস্ট সকালে জাপানের হিরোশিমা শহরে লিটল বয় এবং ৯ আগস্ট নাগাসাকি শহরে ফ্যাটম্যান নামের পরমাণু বোমা নিক্ষেপ করে সারা বিশ্বকে হতবাক করে দেয়। এই দুই হামলায় বেসামরিক সাধারণ মানুষের নিহতের সংখ্যা ছাড়ায় প্রায় ৪ লাখ।

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক