জুলাই বিপ্লবের মতো ঘটনা ঘটে বলেই অত্যাচারী শাসক, স্বৈরাচারের পতন ঘটে বলে মন্তব্য করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এভাবেই নতুন রাষ্ট্রের জন্ম হয়। তাই শুধু নিজের জন্য নয়, দেশের জন্য ভাবতে হবে জুলাই যোদ্ধাদের মতো। শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে এসব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, পড়াশোনার জন্য বিদেশের যেকোনো জায়গায় থাকলেও জন্মভূমিতে ফিরে দেশের জন্য কাজ করতে হবে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশের প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবেলা, বনজসম্পদ উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে বাসোপযোগী টেকসহ পরিবেশ নিশ্চিতকরণে নতুন প্রজন্মকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, ইকোফেমিনিজম দর্শন মূলত প্রকৃতি রক্ষা এবং নারী...
জুলাই যোদ্ধাদের মতো দেশের জন্য ভাবতে হবে, শিক্ষার্থীদের আসিফ নজরুল
অনলাইন ডেস্ক

মেট্রোরেল চলাচল বন্ধ
অনলাইন ডেস্ক

যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টা ১০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনের কাউন্টারে দেখা যায়, নেটওয়ার্ক সমস্যার কারণে টিকিট কাউন্টার বন্ধ রাখা হয়েছে। এদিকে সব যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন তারা। স্টেশনের দায়িত্বরতরা জানান, নেটওয়ার্ক সমস্যার কারণে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। news24bd.tv/NS
দুদফা লম্বা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
অনলাইন ডেস্ক

আগামী ১ মে (বৃহস্পতিবার) আন্তর্জাতিক শ্রমিক দিবসের সরকারি ছুটি। এর সঙ্গে যোগ হচ্ছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। এতে একই সঙ্গে তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। এছাড়া একইমাসে আরও একবার তিনদিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। আগামী ১১ মে (রোববার) বুদ্ধ পূর্ণিমার ছুটি। এর আগে দু-দিন সাপ্তাহিক ছুটি আছে তাদের। অর্থাৎ একই মাসে দুবার তিনদিন করে ছুটি পাচ্ছেন তারা। এর আগে গত পবিত্র ঈদুল ফিতরে লম্বা ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। ঈদ উপলক্ষে আগেই পাঁচদিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। পরে নির্বাহী আদেশে আরও একদিন ৩ এপ্রিল ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। নিলে তা টানা ছুটি হয়ে...
আড়িয়াল বিলে ধান কাটলেন দুই উপদেষ্টা
মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে আড়িয়াল বিলের ধান কেটে কার্যক্রম উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান চৌধুরী। শনিবার বিকালে মুন্সিগঞ্জের শ্রীনগরের শ্রীধরপুর এলাকায় আড়িয়াল বিলের ধান কাটা ও মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন তারা। পরে উপস্থিত কৃষক ও স্থানীয়দের পাশে বসে তাদের কথা শোনেন দুই উপদেষ্টা। এসময় স্থানীয় দাবির মুখে বিলের আশপাশের খাল খনন, মাটি কাটা রোধে আলমপুর খালের মুখে চেক পোস্ট বসানো, চলতি বছরের মধ্যে আড়িয়াল বিলের পাশে ৫ টন ক্ষমতার দুইটি কোল্ডস্টোরেজ নির্মাণের ঘোষণা দেন কৃষি উপদেষ্টা। শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আড়িয়াল বিলের বৈচিত্র্য যেন কোন অবস্থাতেই নষ্ট না হয় সেই চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আড়িয়াল বিল ঘিরে স্থানীয় খালগুলো খননের উদ্যোগ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর