শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবস ঘিরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে র্যালিটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহীদ হাসান চত্বর প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর ডিসি সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস। এতে...
চুয়াডাঙ্গায় মহান মে দিবস উদযাপন
চুয়াডাঙ্গা প্রতিনিধি:

ঝিনাইদহে মহান মে দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি

শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করেএই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে কালিগঞ্জ শহরের নিমতলা এলাকায় বিএনপির পার্টি অফিস থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে কালিগঞ্জ-কোটচাঁদপুর-মহেশপুর মোটর মালিক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। রিপন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস আলী, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস রহমান মিঠু,...
শ্রমিকদের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র পেয়েছি: দুলু
নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শ্রমিকদের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আজ বৃহস্পতিবার (১লা মে) সকালে শহরের কানাইখালী পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় মহান মে দিবসে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গত ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা পতনের আন্দোলন করতে গিয়ে নাটোরের তিন গার্মেন্টস শ্রমিক সোহেল, রমজান, হৃদয় ঢাকায় অংশগ্রহণ করেন। সেই আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা তাদের হত্যা করে। আজ তাদের রক্তের বিনিময়ে আমরা কথা বলতে পারছি। তাদের জীবনের বিনিময়ে আজ স্বাধীনতা, তাদের রক্তের বিনিময়ে গণতন্ত্র পেয়েছি, আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। বিএনপি নেতা দুলু...
মহান মে দিবসে সারা দেশে বর্ণাঢ্য আয়োজন
প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন

সারা দেশের মতো নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (১ মে) পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫। শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলা ও শহরে আয়োজন করা হয় র্যালি, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদানসহ নানাবিধ কর্মসূচি। নওগাঁয় র্যালি ও আলোচনা সভা নওগাঁয় জেলা প্রশাসন ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উদ্যোগে সকালে জেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। সভায় শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমেই একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এদিন জেলা বিএনপি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ...