জঙ্গি সাজিয়ে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে ৯ তরুণ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ জুলাই পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার আসামি সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান ও মীরপুর বিভাগের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবেক আইজিপি এ কে এম শহীদুল হককে ২৫ মে, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামানকে ২৭ মে ও ২৯ মে মীরপুর বিভাগের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর আগে সকাল দশটার দিকে এই তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মার্চ এই তিনজনকে জাহাজবাড়ি হত্যা মামলায় গ্রেপ্তার দেখান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের...
জাহাজবাড়ি ‘জঙ্গি নাটক’: প্রতিবেদন দাখিলের সময় ১৪ জুলাই পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে
নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে করা আপিলের শুনানির জন্য আগামী মঙ্গলবার (১৩ মে) দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বুধবার (৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিন ধার্য করেন। এদিন আদালতে জামায়াতের নিবন্ধন মামলা দ্রুত শুনানির জন্য আবেদন জানান আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এর আগে ২০১৩ সালের ১ আগস্ট নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে হাইকোর্ট। জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার আদেশ চেয়ে ২০০৯ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব মাওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৪ জনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ রায় দেন। একাদশ জাতীয় নির্বাচনের আগে ২০১৮ সালের অক্টোবরে নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন দেয়। এরপর...
ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার গানবাংলার তাপস
নিজস্ব প্রতিবেদক
গণঅভ্যুত্থানেরসময় গুলশান থানায় করা ভ্যানচালক আব্দুল জব্বারকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে। বুধবার (৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। বর্তমানে তিনি কারাগারেই আটক রয়েছেন। গত ৩ নভেম্বর রাত ১২টার দিকে রাজধানীর ভাটারা থেকে তাপসকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় উল্লেখ করা হয়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলন করছিল বৈষম্যবিরোধীরা। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ওপর গুলি চালায়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় হত্যা মামলা করেন ভ্যানচালক জব্বার আলী...
সাবেক মন্ত্রী তাজুলসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
অনলাইন ডেস্ক

সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (৬ মে) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নং আমলী আদালতের বিচারক ফারহানা সুলতানা এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্য আসামিদের মধ্যে রয়েছে- এলজিআরডি মন্ত্রীর শ্যালক ও লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, বিপুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, কান্দিরপাড় ইউনিয়ন চেয়ারম্যান ওমর ফারুক, কাউন্সিলর খলিলুর রহমান, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মন্ত্রীর ভাতিজা আমিরুল ইসলাম,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর