পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, শত্রুকে যে আঘাত দেওয়া হয়েছে, তা এতটাই গভীর যে সময়ও সেই ক্ষত সারাতে পারবে না। তিনি আরও বলেন, পাকিস্তান বিমান বাহিনীর জেট বিমানের হামলায় ভারতের বাহিনী এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে, তাদের ওপর এমন এক ঝড় নেমে এসেছিল আকাশে, যা তাদের চিৎকার করতে বাধ্য করেছিল। ভারতের গর্বের পাঁচটি যুদ্ধবিমান এখন শুধুই ছাই আর ধ্বংসস্তূপ। আজ বুধবার (৭ মে) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন পাক প্রধানমন্ত্রী। শেহবাজ জানান, ভারতের কাপুরুষোচিত হামলায় ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৪৬ জন আহত হয়েছেন। আমরা মাত্রই জানাজা পড়ে এলাম এক শিশু শহীদের সাত বছরের ইরতেজা আব্বাসের। তিনি বলেন, ভারতের বিমান হামলার পাল্টা জবাবে আমাদের সশস্ত্র বাহিনীকে মাত্র কয়েক ঘণ্টা লেগেছে শত্রুকে ঘায়েল করতে। প্রধানমন্ত্রী আরও হুঁশিয়ারি...
‘ভারত ভেবেছিল পিছু হটব, কিন্তু তারা ভুলে গেছে–এ জাতি সাহসী’
অনলাইন ডেস্ক

পাক-ভারত সংঘাতের সর্বশেষ যা জানা গেল
অনলাইন ডেস্ক

ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনাকে গুরুতর উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। অপর দিকে রাশিয়া বলেছে- ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাতের বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। এ ছাড়া ইউরোপের দেশ তুরস্ক বলেছে, পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে। পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরে প্রতিবেশী রাষ্ট্র ভারতের আক্রমণের ঘটনার পর থেকে এ পর্যন্ত যা ঘটেছে, তার গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে তুলে ধরা হলো : বিমান হামলার পর থেকে ভারত ও পাকিস্তানে প্রায় সাড়ে ৫০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। পাকিস্তানে বাণিজ্যিক ফ্লাইটের ১৬ শতাংশ ও ভারতের প্রায় ৩ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ জানিয়েছে। তবে পাকিস্তান বিমানবন্দর...
আকাশপথ আংশিকভাবে খুলে দিল পাকিস্তান
অনলাইন ডেস্ক

পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন অথরিটি (সিএএ) জানিয়েছে, দেশটির প্রধান প্রধান রুটে বিমান চলাচল পুনরায় চালু করা হয়েছে, যদিও কিছু রুট আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত বন্ধ থাকবে। সিএএর হালনাগাদ নোটিশ টু এয়ারম্যান অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে মঙ্গলবার রাতের সামরিক উত্তেজনার পরপরই পাকিস্তানের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রথমে ৪৮ ঘণ্টার জন্য আকাশপথ বন্ধ ঘোষণা করা হয় এবং সব ফ্লাইট বাতিল করা হয়, যাত্রীদের বাসায় ফিরে যেতে বলা হয়। বুধবার ভোররাতে ১টার কিছু পরে ভারত পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ জম্মু ও কাশ্মীরের ছয়টি স্থানে বিমান হামলা চালালে সামরিক উত্তেজনা শুরু হয়। এতে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন এবং ৪০ জনের বেশি আহত হন। পাল্টা জবাবে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। পাকিস্তানের...
পরমাণু যুদ্ধের পূর্বাভাস, ৬ বছর আগের প্রতিবেদনে যা ছিল
অনলাইন ডেস্ক

ভূস্বর্গ খ্যাত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে ভারতের হামলা এবং পাল্টা জবাবের উত্তেজনার মধ্যে বাংলাদেশের ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে বিবিসি বাংলার বছর ছয়েক আগের এক প্রতিবেদন। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণার তথ্যে পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ দুটির মধ্যে ২০২৫ সালে পরমাণু যুদ্ধ লেগে যাওয়া ও প্রাণহানির পূর্বাভাস রয়েছে সেই প্রতিবেদনে। কাকতালীয়ভাবে ২০২৫ সালে এসেই যুদ্ধাবস্থার মুখোমুখি দুই দেশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত, যার জবাব দিয়েছে পাকিস্তানও। শান্ত এ উপমহাদেশে পরমাণু শক্তিধর দেশ দুটি ক্রমান্বয়ে সর্বাত্মক যুদ্ধের দিকে গড়ালে শেষ পরিস্থিতি কী দাঁড়াতে পারে, তা নিয়েই আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন অবস্থার মধ্যে পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ ২০২৫...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর