যশোরের কেশবপুরে মামার মরদেহ সৎকারের পর বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৭ মে) রাত সাড়ে ১১টার দিকে যশোর-চুকনগর সড়কে উপজেলার আলতাপোল তালতলা নামক এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কেশবপুর পৌরসভার সাহাপাড়া খ্রিস্টান মিশনারির বাসিন্দা জোহন সিংহ (৫৫) ও সুভাষ সরকার (৬৫)। তাদের মৃত্যুতে খ্রিস্টান সম্প্রদায়সহ এলাকাবাসীর ওপর শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা গ্রামে জোহন সিংহের মামার মৃত্যুর খবর শুনে তারা ওই ব্যক্তিকে দাফন করতে যান। রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কেশবপুরের আলতাপোল তালতলা এলাকায় একটি অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় তারা রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের...
মামার মরদেহ দাফন শেষে ফেরা হলো না ২ মোটরসাইকেল আরোহীর
অনলাইন ডেস্ক

রাজশাহীর দুটি জলাভূমি প্রথমবারের মতো ‘জলাভূমিনির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত
অনলাইন ডেস্ক

বাংলাদেশে প্রথমবারের মতো দুটি জলাভূমিকে জলাভূমিনির্ভর প্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছে সরকার। বুধবার (৭ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ থেকে জারি করা পৃথক দুইটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর হয়। উভয় অভয়ারণ্য রাজশাহী জেলার দুটি উপজেলায় অবস্থিততানোরের বিলজোয়ানা এবং গোদাগাড়ীর বিলভালা। প্রজ্ঞাপনে বলা হয়, বিলজোয়ানা জলাভূমিটি ১ দশমিক ৬৫ একর এবং বিলভালা জলাভূমিটি ১৫ দশমিক ৮ একর জায়গা জুড়ে বিস্তৃত। বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এই অভয়ারণ্য ঘোষণা কার্যকর হবে। বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহী অঞ্চলের বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির এই তথ্য নিশ্চিত করে বলেন, এটি দেশের জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শীত মৌসুমে বিলজোয়ানা ও বিলভালা জলাভূমি...
র্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, যা বলছে পরিবার
অনলাইন ডেস্ক

চট্টগ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) চান্দগাঁও ক্যাম্পের নিজ কার্যালয় থেকে এএসপি পলাশ সাহার (৩৭) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ মে) দুপুরের দিকে নগরের বহদ্দারহাটে অবস্থিত র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের নিজ কার্যালয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় নিহত পলাশ সাহার মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। নিহত পলাশ সাহা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের মৃত বিনয় কৃষ্ণ সাহার ছেলে। তিনি চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) হিসেবে কর্মরত ছিলেন। পলাশ বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তা। এ ব্যাপারে নিহত পলাশ সাহার মেঝ ভাই নন্দ লাল সাহা জানান, দুই বছর আগে ফরিদপুরে চৌধুরীপাড়ায় পলাশের বিবাহ হয়। বিয়ের ৬/৭ মাস পর থেকেই পারিবারিক কলহ লেগেই থাকতো। প্রতিদিন কিছু না কিছু নিয়ে পলাশের স্ত্রী সুস্মিতা সাহা...
দেয়াল টপকে হাজতির পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক

নোয়াখালী জেলা কারাগারের দেয়াল টপকে মো. তানিম (১৯) নামে এক হাজতি পালানোর চেষ্টা করেছেন। তবে বিষয়টি টের পেয়ে পুলিশ তাকে আটক করেছে।এ ঘটনার ২৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা কারাগারে এ ঘটনা ঘটে। তানিম নোয়াখালী সদর উপজেলার মনপুর এলাকার মজিব শেখের ছেলে। কারা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার তানিমকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। দুপুরের দিকে জেল সুপারের বাসার পাশের কারাগারের ১৮ ফুট উঁচু প্রাচীরের উপর দিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। কারা কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে যায়। পরে কারা পুলিশ প্রাচীরের বাইরে অবস্থান নিয়ে তাকে আটক করে এবং পুনরায় কারাগারে নিয়ে যায়। মোবাইলে ধারণ করা দুটি ভিডিওতে দেখা যায়, ওই হাজতি কারাগারের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর