অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব না, সম্ভব নয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তার দাবি, রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সহযোগী ভূমিকায় নেই৷ কিন্তু ঠিকই প্রশাসন, বিচারবিভাগ, পুলিশে তারা স্টেইক নিয়ে বসে আছেন। আজ বৃহস্পতিবার (৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি। পাঠকদের সুবিধার্থে তার পুরো পোস্টটি হুবহু তুলে ধরা হলো: কৈফিয়ত কিংবা বাস্তবতা ক্ষমতার ভরকেন্দ্র অনেকগুলো। ফলে কাজের দায় সরকারের, কিন্তু কাজ করে ক্ষমতার অন্যান্য ভরকেন্দ্র। জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব না, সম্ভব নয় নূতন রাজনৈতিক বন্দোবস্ত। রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সহযোগী ভূমিকায় নেই৷ কিন্তু, ঠিকই প্রশাসন, বিচারবিভাগ, পুলিশে তারা স্টেইক নিয়ে বসে আছেন। এস্টাবলিশমেন্ট...
জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব না: মাহফুজ আলম
অনলাইন ডেস্ক

‘যার এজেন্ডায় আ. লীগের বিচার-নিষিদ্ধ নাই, তার সাথে আমরা নাই’
অনলাইন ডেস্ক

যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই, তার সাথে আমরা নাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ বৃহস্পতিবার (৮ মে) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে হাসনাত বলেন, শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত তেইশটা মিটিং করেছে। তিনি আরও বলেন, লিখে রাখেন আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালেক্ষপণ করা হচ্ছে। একটা পর্যায় গিয়ে বলা হবে এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়। সবশেষে তিনি স্পষ্ট করে বলেন, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে...
সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য: উপদেষ্টা আসিফ
নিজস্ব প্রতিবেদক

সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী জাতীয় ঐক্য প্রয়োজন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (৭ মে) ভোর ৪টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে এ কথা বলেন তিনি। পোস্টে উপদেষ্টা আসিফ লেখেন, সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি। news24bd.tv/এআর
‘পুরনো খেলা নতুন করে মাঠে হাজিরের কতই না চেষ্টা’
অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, পুরনো খেলা নতুন করে মাঠে হাজির করার কতই না চেষ্টা। সেই শাহবাগ, শাপলা বাইনারি, সেই মৌলবাদ বনাম প্রগতিশীলতা। আমার শরীর, মন, মস্তিষ্ক সবটা জুড়ে নারীসত্ত্বাকে আমি ধারণ করি। জন্ম থেকে বেড়ে ওঠা পর্যন্ত প্রতিটা মেয়েকে যে পরিমাণ সংগ্রাম তার পরিবার, সমাজ আর রাষ্ট্রীয় ব্যবস্থার সাথে করতে হয় সেটা তুলে আনা আমার দায়িত্ব। তা সেটা যত গালি খেয়ে হোক, অশালীন মন্তব্যের মুখে হোক আর যতই ভোট কাটুক না কেন। সোমবার (৫ মে) দিনগত রাত ১১টা ৪৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। উমামা ফাতেমা আরও বলেন, আপনি যতক্ষণ নারীদের অধিকার নিয়ে কথা বলবেন না ততক্ষণ আপনি মেইনস্ট্রিম নারী রাজনীতিবিদ। আর যেই নারীসত্ত্বার পক্ষে কথা বলবেন, সাথে সাথে আপনাকে নারীবাদী , শাহবাগীসহ নানান ট্যাগ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর