পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি আরও দুই দিন বাড়িয়েছে সরকার। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা নতুন প্রজ্ঞাপনে ১১ ও ১২ জুনকে অতিরিক্ত ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে ঈদের ছুটি শুরু হবে ৫ জুন থেকে, চলবে টানা ১৪ জুন পর্যন্তমোট ১০ দিন। নতুন এই ছুটির আওতায় শুধু সরকারি অফিস নয়, বেসরকারি প্রতিষ্ঠানও ছুটির অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে। তবে, ছুটির বাইরে রাখা হয়েছে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবা কার্যক্রম। সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এসব সেবার সঙ্গে যুক্ত যানবাহন ও কর্মীরা এই ছুটির বাইরে থাকবেন। একইভাবে হাসপাতাল ও চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারীদের ওপরও ছুটি প্রযোজ্য হবে না। এছাড়া, বাংলাদেশ...
বেসরকারি অফিসে ঈদুল আজহার ছুটি যতদিন
অনলাইন ডেস্ক

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়লো
অনলাইন ডেস্ক

সরকার সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কার্যক্রম পরিচালনার ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বা ৬০ দিন বাড়িয়েছে। আগামী ১৪ মে থেকে এ মেয়াদ কার্যকর হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত আজকের প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১২(১) ও ১৭ ধারার আলোকে সারাদেশে সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন বা তদূর্ধ্ব পর্যায়ের কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা (বর্ডার গার্ড বাংলাদেশ ও কোস্টগার্ডে নিযুক্ত কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বিভিন্ন অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করতে পারবেন। উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো...
হত্যা মামলার আসামি হয়েও আবদুল হামিদের দেশত্যাগ, ইমিগ্রেশনের ব্যাখ্যা
নিজস্ব প্রতিবেদক

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে তিনি দেশ ছেড়েছেন। তবে, তার বিরুদ্ধে জুলাই আন্দোলনকেন্দ্রিক একটি হত্যা মামলা থাকার পরেও কীভাবে তিনি বিমানবন্দরের ইমিগ্রেশন পার করতে সক্ষম হলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন। তার বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা না থাকায়, প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে তাকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, আবদুল হামিদ গতকাল রাত ১১টার দিকে বিমানবন্দরে যান। ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে তাকে থাইল্যান্ডের জন্য ফ্লাইটে উঠতে দেওয়া হয়। প্রসঙ্গত,...
আ. লীগের বিচারে সরকারের নতুন উদ্যোগ, জানালেন উপদেষ্টা
অনলাইন ডেস্ক

গণহত্যায় জড়িত দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের প্রভিশন যুক্ত করা হবে। ফ্যাসিস্ট লীগের বিচার হবেই। তিনি আরো বলেন, বিচারকাজ তরান্বিত করতে ট্রাইব্যুনাল-২ গঠিত হচ্ছে। news24bd.tv/NS
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর