পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করেছে পুলিশ । বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধারকৃত এ মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। এ সময় পুলিশ সুপার ২টি হ্যাকড হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক একাউন্ট) উদ্ধার করে তার মালিকদের ফিরিয়ে দেন। পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখা কর্তৃক বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন থানার হারানো মোবাইল সংক্রান্তে জিডিসমুহ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা হতে ২৫টি হারানো বিভিন্ন ব্রান্ডের এনড্রয়েড মোবাইল ফোন এবং ২ টি হ্যাকড হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক একাউন্ট) উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট ফেরত দেয়া হয় । তিনি আরো বলেন, জেলা পুলিশের এরকম...
পিরোজপুরে হারানো ২৫ মোবাইল পেয়ে খুশি তারা
পিরোজপুর প্রতিনিধি

ছেলের বাসায় বেড়াতে এসে প্রাণ গেলো বাবার
ফেনী প্রতিনিধি

ফেনীতে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মো. ইসরাফিল (৮৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক। বুধবার (৭ মে) রাতে ফেনী রেল স্টেশন এলাকার হক ডেকোরেটরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের ভাতিজা মোজাম্মেল হোসেন জানান, ২ দিন আগে চিকিৎসার জন্য অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. ইসরাফিল ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের বানু জমাদার বাড়ি থেকে ফেনী শহরের নাজির সড়কে ছেলের বাসায় আসেন। সন্ধ্যায় হাঁটতে বের হয়ে বাসায় না ফেরায় খোঁজাখুঁজির পর রাত ১০টায় ফেনী জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন। ৪ ছেলের পিতা মো. ইসরাফিল ওই গ্রামের বানু জমাদার বাড়ির মরহুম নজির আহাম্মদের ছেলে। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে অবসর গ্রহণ করেন। পুলিশ জানায়, রেললাইনের পাশে বেওয়ারিস একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ...
'পলাশ মা-কে খুব ভালোবাসতো কিন্তু স্ত্রী পছন্দ করতো না'
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পাড়কোনা মহাশ্মশানে র্যাব-৭ এ কর্মরত সিনিয়র এএসপি পলাশ সাহার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। র্যাব-৬ এর পক্ষ থেকে পলাশের লাশের উপর ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় সিনিয়র এএসপি পলাশ সাহার লাশবাহী ফ্রিজিং গাড়িটি তার গ্রামের বাড়ি কোটালীপাড়ার তারাশিতে আসলে পরিবারের লোকজন ও এলাকাবাসী একনজর দেখাতে পলাশের বাড়িতে ভীড় করে। পরিবারের লোকজন পলাশের মৃত্যুর জন্য তার স্ত্রীকে দায়ী করে তার শাস্তির দাবি জানায়। সিনিয়র এএসপি পলাশ সাহার মৃতদেহ গ্রামের বাড়ি তারাশিতে আসলেই মা রমারানী সাহার আহাজারীতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। সেখানে থাকা লোকজনেরও চোখ ভারী হয়ে ওঠে। মৃত পলাশের মা কান্নার মধ্যে বার বার ছেলের বউয়ের নির্যাতনের কথা তুলে ধরেন। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এএসপি পলাশ সাহা...
এএসপি পলাশের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, স্ত্রী সুস্মিতা সাহার বিচারের দাবি
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পাড়কোনা মহাশ্মশানে র্যাব-৭ এ কর্মরত সিনিয়র এএসপি পলাশ সাহার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। পলাশ সাহার ভাই নন্দলাল সাহা বিষয়টি জানিয়েছেন। পাশাপাশি তিনি পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহার শাস্তি দাবি করেছেন। এএসপি পলাশ সাহা কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের মৃত বিনয় কৃষ্ণ সাহার ছেলে। ৩ ভাই ও ১ বোনের মধ্যে পালাশ ছিল সবার ছোট। গত বুধবার দুপুর সাড়ে ১২ টায় র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলা থেকে এএসপি পলাশ সাহার মরদেহ উদ্ধার করা হয়। দুপরে স্থানীয় গণমাধ্যমকর্মীর মাধ্যমে পলাশ সাহার বড় ভাই লিটন সাহা এএসপি পলাশের আত্মহত্যার খবর শুনতে পান। এই খবর পেয়েই তিনি চট্টগ্রামে রওনা দেন। এ দিকে সন্ধ্যায় গোপালগঞ্জের ভাটিয়াপাড়া ক্যাম্প থেকে র্যাবের সদস্যরা পলাশের বাড়িতে আসেন এবং তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এএসপি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর