খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুর ঢাকার মোহাম্মদপুরের ২ একর জমি, খুলনায় ২টি বাড়ি ও কেসিসি মার্কেটে ১৩০ বর্গফুটের তিনটি দোকানসহ মোট ৪ দশমিক ৩৬ বিঘা বা ১৩ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও তার ১৪টি ব্যাংক হিসাবে থাকা ৩১ লাখ ৮ হাজার ৮৭৩ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। বাড়ি, দোকান ও জমির দলিল মূল্য ধরা হয়েছে ৭ কোটি ৩২ লাখ ৬ হাজার ৮৭০ টাকা। মঙ্গলবার (১৮ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে উপপরিচালক জয়নাল আবেদীন জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। জব্দ ও অবরুদ্ধের আবেদনে বলা হয়েছে, মো. আক্তারুজ্জামান বাবুর বিরুদ্ধে অভিযোগসমূহ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধান টিম গঠন করা...
সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর ১৩ বিঘা জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মৃণাল কান্তি দাস ও তার স্ত্রী নীলিমা দাসের বিরুদ্ধে দুটি আলাদা মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (১৮ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলা দায়েরের বিষয়টি সাংবাদিকদের জানান। প্রথম মামলায় আসামি মৃণাল কান্তি দাসের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ এক কোটি ৫৫ লাখ ১৭ হাজার ২৩০ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এছাড়া ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে তার আটটি ব্যাংক হিসাবে এক কোটি ২২ লাখ টাকা জমা এবং এক কোটি ১৮ লাখ টাকা উত্তোলনসহ মোট দুই কোটি ৪০ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। দুর্নীতি ও ঘুসের মাধ্যমে অর্জিত অর্থের অবৈধ উৎস গোপন করতে তিনি এসব সম্পদ রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করেছেন বলে দুদক জানিয়েছে। এ মামলার বাদি দুদকের...
আগামীকাল স্থগিত ইসির কর্মকর্তা-কর্মচারীদের ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের আগামীকাল বুধবারের কর্মসূচি অপারেশনাল হল্ট (কর্মবিরতি) স্থগিত করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিজেদের কাছে রাখার দাবিতে এ কর্মসূচি পালনের কথা ছিল তাদের। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন বলেন, আমাদের দাবি নিয়ে ইসি তৎপর রয়েছে। সরকারের কাছে ও ঐকমত্য কমিশনে চিঠি পাঠিয়েছি, এনআইডি ইসির অধীনে থাকা উচিত। ইসি সচিবালয়ের সিনিয়র সচিবও আশ্বস্ত করেছেন। এ জন্য সাধারণের সার্বিক সেবার কথা বিবেচনা করে ও আশ্বাসে বুধবারের অপারেশনাল হল্ট কর্মসূচি স্থগিত করেছি আমরা। দাবি পূরণের প্রক্রিয়া বিলম্বিত হলে আগামী দিনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান...
ঈদে সরকারি হাসপাতালগুলোর জন্য ১৬ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক

ঈদুল ফিতরের ছুটিতে রোগীদের সেবা নিশ্চিত করতে দেশের সব সরকারি হাসপাতালের জরুরি বিভাগ, লেবার রুম, জরুরি অস্ত্রোপচার এবং পরীক্ষাগার চালু রাখাসহ ১৬টি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত চিঠিতে বেসরকারি হাসপাতালগুলোতেও জরুরি সেবা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হল- (১) জরুরি বিভাগে প্রয়োজনের অতিরিক্ত চিকিৎসক পদায়নের মাধ্যমে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। (২) জরুরি বিভাগ ও লেবার রুম, ইমার্জেন্সি ওটি, ল্যাব সার্বক্ষণিক চালু রাখতে হবে। (৩) কর্মস্থলে পর্যাপ্ত জনবল ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঈদের আগে ও পরে সমন্বয় করে জনবলকে পর্যায়ক্রমে ছুটি দেওয়া যেতে পারে। (৪) প্রতিষ্ঠান প্রধান নিরবচ্ছিন্ন জরুরি চিকিৎসা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর