দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, দেশের বর্তমান রিজার্ভ ২৭৪১১ দশমিক ৫৭ মিলিয়ন বা ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার। আজ বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৭৪১১ দশমিক ৫৭ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২২০৪৭ দশমিক ৭৯ মিলিয়ন মার্কিন ডলার। এর আগে চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৬৭৮৯ দশমিক ২১ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২১৪২৮ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার। উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ...
২৭.৪১ বিলিয়ন ডলারে পৌঁছাল দেশের রিজার্ভ
অনলাইন ডেস্ক

প্রাইজ বন্ডের ড্র, জানা গেল প্রথম বিজয়ী নম্বর
অনলাইন ডেস্ক

প্রাইজবন্ডের ১১৯তম ড্রতে ছয় লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী সিরিজের নম্বর হলো-০২৬৪২৫৫। এছাড়া তিন লাখ ২৫ হাজার টাকা বিজয়ী দ্বিতীয় হয়েছে ০৩৯৮০৬৮ নম্বর। তৃতীয় পুরস্কার এক লাখ টাকা করে দুটি, এগুলো হলো-০২৩৯১৬৪ ও ০৪৪২৯৫৮। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা বিজয়ী নম্বর দুটি হলো ০১৫৮৬৪৯ ও ০২৩০২২৪। আজ বুধবার ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন। তাদের নম্বরগুলো হলো- ০০১২২০৬, ০২৩৯৩১০, ০৩৯০৩২৫, ০৫৭০২৮৫, ০৭৯৩৯৬০, ০০২১২২২, ০২৪৩৩৩০, ০৪০৪১৪৯, ০৫৯১১৭৭, ০৮২৩৮৫০, ০০৪৮৫১৯, ০২৪৪০০৪, ০৪১৯৮৮৩, ০৫৯৫২২০, ০৮২৯০২৪, ০০৫৪২১৬, ০২৮১৬১২, ০৪৪৯৮৬৭, ০৬১৬৮৭৯, ০৮৬৫৪৩২, ০০৬৪৯৯৩, ০৩১১১৩৯, ০৪৭৩৮৪০, ০৬৬৫১৪৭, ০৮৭৯২৬৬, ০০৬৯৭৯৬, ০৩৪৩০৭৫, ০৪৮৯৯৩৩, ০৭২৬৮২০,...
নতুন নোটে থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি, আসছে কবে?
অনলাইন ডেস্ক

কোরবানির ঈদ সামনে রেখে বাজারে আসছে নতুন নকশার টাকার নোট। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত নতুন ৯ ধরনের নোট প্রস্তুত করা হয়েছে, যাতে থাকবে জুলাইয়ের অভ্যুত্থানের গ্রাফিতি এবং দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সাধারণত নতুন নোট ছাপাতে এক থেকে দেড় বছর সময় লাগে। তবে ঈদকে কেন্দ্র করে গ্রাহকদের চাহিদা বিবেচনায় দ্রুত বাজারে ছাড়া হবে নতুন নোট। যদিও সব ধরনের নোট একসঙ্গে পাওয়া যাবে না বলে তিনি জানিয়েছেন। এদিকে ব্যাংকগুলোতে এখনো শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত নোট বিতরণ শুরু হয়নি। রাজনৈতিক পরিবর্তনের ৯ মাস পার হলেও বাজারে আসেনি নতুন নকশার এসব নোট। ফলে গত ঈদুল ফিতরেও নতুন নোট ছাড়া হয়নি, যা খোলাবাজারে পুরোনো নোটের ওপর চাপ সৃষ্টি করে। নতুন নোটের ঘাটতির কারণে গ্রাহকদের...
বিজনেস পিপলকে মেরে ফেলা যাবে না: এনবিআর চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, বিজনেস পিপলকে মেরে ফেলা যাবে না। কেননা তারা ভালো না থাকলে তো সরকারও ভালো চলবে না। এজন্য বিজনেস পিপলদের ভালো রাখতে হবে। যারা করখেলাপি, করফাঁকিবাজ এবং কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকা সত্ত্বেও রিটার্ন জমা দেন না, তাদের ধরা হবে। এবারের বাজেটেও আমরা এ বিষয়গুলোকে ফোকাস করব। আমাদের কর-জিডিপি অনুপাত খুবই কম। এ ক্ষেত্রে ইউরোপ-আমেরিকার মতো সম্মানজনক কোনো অবস্থান আমাদের নেই। এটা ৭ বা ৮ শতাংশ খুবই কম। এটাকে আমরা একটা মিনিয়াম রেটে নিতে চাই। এজন্য রাজস্ব বাড়াতে যেমন করফাঁকিবাজদের ধরা হবে। একইভাবে যাদের টিআইএন আছে কিন্তু রিটার্ন জমা দেননি, তাদের নোটিস করা হচ্ছে। আমরা বলব, তারা যেন এটলিস্ট রিটার্ন জমা দেন। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ইআরএফ ও ফরেন ইনভেন্টর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর