দীর্ঘ ৭৪ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আনুষ্ঠানিকভাবে একাডেমিক কার্যক্রম শুরু করলেও এখনও ক্লাসে ফেরেননি শিক্ষকরা। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িত শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্তে অটল রয়েছেন।ৰ মঙ্গলবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলো ফাঁকা দেখা গেছে, শিক্ষকরা ক্লাস না নেওয়ায় শিক্ষার্থীরাও অধিকাংশই ক্যাম্পাসে অনুপস্থিত। ফলে কুয়েটের ৭ হাজার ৫০০ শিক্ষার্থীর শিক্ষা জীবন আরও অনিশ্চয়তায় পড়েছে এবং সেশনজট বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।ৰ বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী একাধিক দফায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করছেন। কিন্তু এখনও কোনো কার্যকর সমাধান আসেনি। কুয়েট শিক্ষক সমিতির সাধারণ...
কুয়েট খুললেও ক্লাসে ফেরেননি শিক্ষকরা, সেশনজটের আশঙ্কা
অনলাইন ডেস্ক

ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের ভাগ্য খুলছে

চার দশক পর কপাল খুলতে যাচ্ছে দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের। ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি এসব মাদরাসার হালনাগাদ তথ্য চেয়ে মাঠ প্রশাসনকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। আগামী ১৫ মের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়, চলতি বছরের শুরু থেকেই স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা তাদের এমপিওভুক্তির দাবিতে আন্দোলনে ছিলেন। তাদের দাবির মুখেই সরকার প্রথমবারের মতো নিবন্ধিত এসব মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জন্য এমপিও সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এমপিও প্রদানের জন্য ১৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। অর্থ ছাড়ের পরই সরকারি অংশের বেতন...
৪৪ বিসিএসের ভাইভা শুরু ২০ মে
অনলাইন ডেস্ক

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের এবং সাধারণ ক্যাডারের মৌখিক পরীক্ষা আগামী ২০ মে শুরু হবে এবং শেষ হবে ২৪ জুন। প্রকাশিত সময়সূচি কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে https://bpsc.teletalk.com.bd পাওয়া যাবে। news24bd.tv/RU
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক

৪৪ তম বিসিএসে সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের এবং সাধারণ ক্যাডারের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২০ মে মৌখিক পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা শেষ হবে ২৪ জুন। সোমবার (৫ মে) বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ সময়সূচি ও যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান। এতে বলা হয়, ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের এবং সাধারণ ক্যাডারের পদগুলোর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর