সারা দেশের মতো নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (১ মে) পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫। শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলা ও শহরে আয়োজন করা হয় র্যালি, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদানসহ নানাবিধ কর্মসূচি। নওগাঁয় র্যালি ও আলোচনা সভা নওগাঁয় জেলা প্রশাসন ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উদ্যোগে সকালে জেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। সভায় শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমেই একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এদিন জেলা বিএনপি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ...
মহান মে দিবসে সারা দেশে বর্ণাঢ্য আয়োজন
প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন

আশুগঞ্জে ধানের মোকাম সচল হলেও সংকটে কৃষক ও মিল মালিক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ ধান মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নতুন বোরো ধান উঠতে শুরু করায় মেঘনা তীরের শত বছরের পুরনো বাণিজ্য কেন্দ্র ফের চাঙা হয়ে উঠেছে। প্রতিদিন এখানে কেনাবেচা হচ্ছে অন্তত এক লাখ মণ ধান। তবে ধানের দর কমে যাওয়ায় কৃষকরা হতাশ হওয়ার পাশাপাশি সরকারি মূল্য ব্যবস্থার কারণে চালকল মালিকরাও লোকসানের মুখে পড়েছেন। বৈশাখের শুরুতেই আশুগঞ্জ মোকামে কর্মচাঞ্চল্য বাড়ে। কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও আশপাশের হাওরাঞ্চলের কৃষক ও ধান ব্যাপারীরা ট্রলার ও বজরা নৌকায় করে ভেজা ধান নিয়ে আসেন এই মোকামে। এখানকার আধুনিক ড্রায়ার মিলে ধান শুকিয়ে তা চালে রূপান্তর করা হয়। আশুগঞ্জ মোকাম জেলার প্রায় ২৫০টি চালকলে ধানের জোগান দেয়। এখান থেকে প্রতিদিন প্রায় ১০ কোটি টাকার চাল সরবরাহ করা হয় ঢাকাসহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে। তবে গত বছরের আমন মৌসুম শেষে...
ইলিশ ধরতে নেমেছেন হাজারো জেলেরা
অনলাইন ডেস্ক

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে বুধবার (১ মে) দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা শরু হয়েছে। এদিন হাজারো জেলে নদীতে ফিরেছেন। জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা মৎস্য বিভাগ জানায়, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা (২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ) সংরক্ষণের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী এলাকায় মাছ ধরা নিষিদ্ধ ছিল। এ সময় পরিচালিত ১,০৬৪টি অভিযানে ১২৯ জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে কারাদণ্ড ও ১২৪ জনকে জরিমানা করা হয়েছে। অভিযানে জব্দ হয়- কারেন্ট জাল ১২ লাখ ৭০৫ মিটার, বেহুন্দি জাল ১৩টি, অন্যান্য জাল ৩৩৪টি, জাটকা ৬ হাজার ৭৬৬ টন, অন্যান্য মাছ: ৩০৫২ টন। এছাড়া জব্দ করা সরঞ্জাম...
নাটোরে এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশা চালকের মৃত্যু
নাটোর প্রতিনিধি:

নাটোরে সালমান (১৭)নামে এক এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে নাটোর সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খোরশেদ পেশায় একজন রিকশাচালক এবং ওই এলাকার ইউনুস আলীর ছেলে। অভিযুক্ত সালমান একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে এবং দিঘাপতিয়া পি.এন উচ্চ বিদ্যালয় এর চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। নিহত খোরশেদ আলমের পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন নিহত খোরশেদ আলম। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সালমান সন্ধ্যায় খোরশেদ আলমকে কুপিয়ে জখম করে তার বাড়ির পাশে ফেলে রেখে যায়। পরে খোরশেদ আলমের আত্মীয়-স্বজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ আলমকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর