পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জানিয়েছে দেশটির জ্যোতির্বিদ্যা সোসাইটি। মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের জনগণই এ বছর ঈদুল আজহায় লম্বা ছুটি পাবেন বলে ধারণা করা হচ্ছে। সাধারণত সৌদি আরবের পরদিন বাংলাদেশসহ কয়েকটি দেশে ঈদ উদযাপন করা হয়। সে হিসাবে ৬ জুন সৌদি আরবে ঈদুল আজহা অনুষ্ঠিত হলে পরদিন ৭ জুন বাংলাদেশে ঈদের নামাজ হতে পারে। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান উল্লেখ করেছেন, আরব আমিরাতে ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে চাঁদ উঠবে। ওই দিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজে দেখা যাবে। আরও পড়ুন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর ১৭ এপ্রিল, ২০২৫ সাধারণত মধ্যপ্রাচ্যের...
জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
অনলাইন ডেস্ক

অর্ধেক টাকায় কাজ সম্পন্ন করায় সেনাবাহিনীকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক

প্রকল্পের বরাদ্দ ৫০ কোটি টাকা দেয়া হলেও এর অর্ধেক দিয়ে ৩০০ ঘর নির্মাণ করেছে সেনাবাহিনী। আর এ কাজের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে এসব ঘর বিতরণ করা হয়। ঘরের চাবি বিতরণের সময় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হন ড. মুহাম্মদ ইউনুস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারউজ্জামানসহ সংশ্লিষ্টরা। এ সময় প্রধান উপদেষ্টা বলেছেন, ২০২৪ সালে আমরা যখন সরকারের দায়িত্ব গ্রহণ করি সঙ্গে সঙ্গে বন্যা শুরু হয়। ঠিক বুঝতে পারছিলাম না এ জায়গায় কি বন্যা হবে। অন্যান্য বছর যে বন্যা হয়, এটা সম্পূর্ণ ভিন্ন জায়গার বন্যা। এটা কত গভীরভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে, এটার কোনো ধারণা ছিল না। অথবা...
‘আকাশ বিজয়-২০২৫’: বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় যুগোপযোগী প্রস্তুতির প্রমাণ
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয়-২০২৫ যথারীতি এ বছরও আয়োজন করা হয় এবং এর চূড়ান্ত সমন্বিত মহড়া আজ বুধবার (৩০ এপ্রিল) বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার, কুর্মিটোলা, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি চূড়ান্ত মহড়াটি প্রত্যক্ষ করেন এবং মহড়া শেষে বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান উপদেষ্টাকে তাঁর উপস্থিতির মাধ্যমে বাহিনীর মনোবল বৃদ্ধিতে সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিমান বাহিনীর পক্ষ থেকে একটি সম্মানসূচক ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে...
মে মাসে ২ তীব্র কালবৈশাখী ঝড়ের শঙ্কা
অনলাইন ডেস্ক

আগামী মে মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে ১-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১-২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেলে আবহাওয়া অফিসের উপ-পরিচালক এস এম কামরুল হাসানের সই করা এক মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে এই তথ্য জানা গেছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মে মাসে দেশে দু-তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় এবং তিনি থেকে পাঁচদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও ১-৩টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি) ও মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি) এবং ১-২টি তীব্র (৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মাসজুড়ে দিনের তাপমাত্রা স্বাভাবিক এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। নদ-নদীর পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর