ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নাগরিকদের জন্য সুখবরবাড়িতে ছাদবাগান ও আঙিনায় বাগান করলে পাওয়া যাবে ৫ শতাংশ কর রেয়াত। সবুজায়ন ও নগর পরিবেশ উন্নয়নে এমন প্রণোদনার ঘোষণা দিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। বুধবার (৩০ এপ্রিল) ডিএনসিসির ষষ্ঠ করপোরেশন সভায় এই ঘোষণা দেওয়া হয়। সভায় প্রশাসক জানান, পরিবেশবান্ধব নগর গঠনের অংশ হিসেবে ছাদবাগান ও আঙিনায় বাগান করলে সংশ্লিষ্ট বাড়ির মালিককে ৫ শতাংশ হোল্ডিং কর রেয়াত দেওয়া হবে। তিনি আরও জানান, আগামী ১১ মে থেকে ঢাকা উত্তরে শুরু হতে যাচ্ছে ট্যাক্স মেলা। মেলায় নাগরিকরা সহজে কর প্রদান করতে পারবেন এবং পাবেন নানা রেয়াত সুবিধা। সভায় বিগত সরকারের আমলে নামকরণ করা চারটি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নাম অনুযায়ী: - বনানীর শহীদ জায়ান চৌধুরী খেলার মাঠ এখন থেকে হবে বনানী চেয়ারম্যান বাড়ি...
বাড়ির ছাদে বাগান করলে মিলবে ৫ শতাংশ কর রেয়াত
অনলাইন ডেস্ক

বদলে গেলো ডিএনসিসির বিভিন্ন স্থাপনার নাম
অনলাইন ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) ৬ষ্ঠ করপোরেশন সভায় প্রশাসক মোহাম্মদ এজাজ এ সব তথ্য জানান। মোহাম্মদ এজাজ জানান, ৬ষ্ঠ করপোরেশন সভায় বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে নামকরণ করা কয়েকটি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরিবর্তিত স্থাপনাগুলো হলো, বনানীতে শহীদ জায়ান চৌধুরী খেলার মাঠ-কে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠ, মধুবাগে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কমপ্লেক্সকে মধুবাগ কমিউনিটি সেন্টার, কালশীতে হারুন মোল্লাহ ফ্লাইওভারকে কালশী ফ্লাইওভার নামকরণ করা হয়। তিনি আরও জানান, আগামী ১১ মে ২০২৫ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ট্যাক্স মেলা আয়োজন করা হবে, যেখানে নাগরিকরা সহজেই ট্যাক্স প্রদান করতে পারবে ও বিশেষ রেয়াদ সুবিধা পাবেন। এছাড়া ডিএনসিসিতে অবস্থিত বিভিন্ন ভবনের ছাদে বাগান...
রাজধানীতে বাসচাপায় প্রাণ গেল ২ জনের
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় বাসচাপায় পাভেল (১৯) ও আব্দুল্লাহ আল মামুন (২০) নামে দুই যুবক নিহত হয়েছেন। ঘটনার সময় পৃথক দুটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল যুবকরা। বুধবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে খিলগাঁও বনশ্রী ফরাজী হাসপাতালের পাশের রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে। একটি বাস দুটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে ওই দুই যুবক মারা যায়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পৃথক দুটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল ওই যুবক। পরবর্তী একটি বাসের চাপায় দুইজন ঘটনাস্থলে মারা যায়। প্রাথমিকভাবে তাদের নামটা পাওয়া গেল বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে। তবে নিহত দুইজন সম্পর্কে কী হয় তা জানা যায়নি তবে একই এলাকায় তাদের বাসা বলে জানা গেছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ...
বসুন্ধরা সিটি শপিং মল বন্ধ আগামীকাল, খোলা টগি ফান ওয়ার্ল্ড ও সিনেপ্লেক্স
নিজস্ব প্রতিবেদক

মে দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১ মে) বন্ধ থাকবে রাজধানীর পাহ্নপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মল। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শপিং মল কর্তৃপক্ষ। এতে বলা হয়, আগামীকাল শপিং মল বন্ধ থাকলেও খোলা থাকবে টগি ফান ওয়ার্ল্ড ও স্টার সিনেপ্লেক্স। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রবেশ করা যাবে টগি ফান ওয়ার্ল্ড ও সিনেপ্লেক্সে। news24bd.tv/FA
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর